নড়াইলে অস্থায়ী মুক্তিযোদ্ধা ক্যাম্পের সদস্যেদের নামফলক উদ্বোধন অনুষ্ঠিত

2
42
নড়াইলে অস্থায়ী মুক্তিযোদ্ধা ক্যাম্পের সদস্যেদের নামফলক উদ্বোধন অনুষ্ঠিত
নড়াইলে অস্থায়ী মুক্তিযোদ্ধা ক্যাম্পের সদস্যেদের নামফলক উদ্বোধন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

নড়াইলে ১৯৭১ সালের বৃহত্তর যশোর অঞ্চলের  অস্থায়ী মুক্তিযোদ্ধা ক্যাম্পের সদস্য ও সাহায্যকারীদের নামফলকের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের চাঁচড়া গ্রামের গাবতলা বাসস্ট্যান্ডে বৃহত্তর যশোর ক্যাম্প চাঁচড়ার সদস্যদের ২০০ জনের নামফলক উদ্বোধন করেন প্রধান অতিথি হিসাবে ৭১ এর নড়াইলের যুদ্ধকালীন কমান্ডার ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শরীফ হুমাউন কবীর।

চাঁচড়া ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ জিল্লুর বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের প্রাক্তন সংসদ সদস্য সাইফ হাফিজুর রহমান খোকন, নড়াইল জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ এস এ মতিন, নড়াইল জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, চাঁচড়া অস্থায়ী মুক্তিযোদ্ধা ক্যাম্পের সদস্যের রোকন মোল্যা, মোঃ লিপু, মোঃ খালিদসহ অনেকে। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে কেক কেটে এ ফলকের উদ্বোধন করা হয়। এ সময় তৎকালীন ঐ ক্যম্পের সাহায্যকারী সদস্যরা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

১৯৭১ সালে এই চাঁচড়ায় বৃহত্তর যশোর অঞ্চলের অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছিল, যেখানে দেশের বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধারা আশ্রয় নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করে। তাদের সহযোগিতা করেছিল এলাকার কয়েকশত মানুষ, তাদের মধ্যে থেকে ২০০ জনের অস্থায়ী নাম ফলকের উদ্বোধন করা হল পরবর্তিতে স্থায়ী ভাবে এ ফলক তৈরী করা হবে।