বঙ্গবন্ধুকে বুকে ধারণ করতে হলে দেশের স্বার্থকে গুরুত্ব দিতে হবেঃ মাশরাফী

0
73
বঙ্গবন্ধুকে বুকে ধারণ করতে হলে দেশের স্বার্থকে গুরুত্ব দিতে হবেঃ মাশরাফী
বঙ্গবন্ধুকে বুকে ধারণ করতে হলে দেশের স্বার্থকে গুরুত্ব দিতে হবেঃ মাশরাফী

স্টাফ রিপোর্টার

সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা বলেছেন, বঙ্গবন্ধুকে বুকে ধারণ করতে হলে ব্যক্তি স্বার্থকে বিসর্জন দিয়ে দেশের স্বার্থকে গুরুত্ব দিতে হবে। তাহলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণ হবে। বঙ্গবন্ধুর দেশের স্বার্থে কোন সময় সমঝোতা করেনি, আমি আশাকরি আপনারা তরুন সমাজরাও কখনোই করবেন না। আপনাদের দায়িত্ব অনেক।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুকে স্বপরিবারে হ**ত্যা করা হলেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বাইরে থাকার কারণে বেঁচে যান। প্রধানমন্ত্রী বেঁচে আছেন বলেই দেশ এগিয়ে যাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও মুজিব বর্ষ পালন উপলক্ষে নড়াইলে “বঙ্গবন্ধু ও তারুণ্য বিষয়ক ” সেমিনারে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

বুধবার (১৮ মার্চ) দুপুর ১টায় নড়াইল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বাংলাদেশ ছাত্রলীগ নড়াইল জেলা শাখার আয়োজনে এ সেমিনারে মূখ্য আলোচক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. ফায়েক উজ্জামান।

জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মীমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌর মেয়র মোঃ জাহাঙ্গীর বিশ্বাস, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রকিবুজ্জামান পলাশ প্রমুখ।