স্টাফ রিপোর্টার
নড়াইলের লোহাগড়ার মাকড়াইলে “মাকড়াইল পাবলিক লাইব্রেরী’ র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ও শিশুদের নিয়ে কেক কেটে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করা হয়। এছাড়াও “মুজিব কে জানো” শিরনামে উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের অায়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রাইমারি ও মাধ্যমিক বিদ্যালয় ও দুটি কলেজের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলে উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব শিকদার অাব্দুল হান্নান রুনু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাকড়াইল পাবলিক
লাইব্রেরির প্রতিষ্ঠাতা সভাপতি ও রূপালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক এবং স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহি সদস্য জনাব মোঃ লাভলু শিকদার। এছাড়া অনুষ্ঠানের অতিথিবৃন্দ মুজিব জন্ম শতবর্ষে দুর্নীতিমুক্ত ও মাদকমুক্ত সমাজ গঠনের শপথ নেন। এবং লাইব্রেরির সার্বিক উন্নয়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
লাইব্রেরির সভাপতি মোঃ লাভলু শিকদার তার স্বরচিত কবিতা “শুভ জন্মদিন বাংলাদেশ” দিয়ে অালোচনা অনুষ্ঠান সমাপ্ত করেন।
“শুভ জন্মদিন বাংলাদেশ”
হে পিতা
সহস্র বছরের নিপীড়*নের শৃঙ্খল ভা*ঙতে
ঠিক ১০০ বছর আগে এসেছিলে
তুমি এই বাংলায়
আলোকবর্তিকা হাতে
বাঙালি জাতির মুক্তির বারতা নিয়ে।
গাছে গাছে পাখির কলকাকলিতে মুখর
তোমার আদর্শের উষ্ণতা সূর্যরশ্মির মতো পৃথিবী এফোঁড় ওফোঁড় করে বয়ে চলেছে
নিপী*ড়িত প্রতিটি মানুষের জন্য
তোমার চোখ ভিজেছে
শাশকের ত্রিশূল কেঁপে কেঁপে উঠেছে তোমার হু*ঙ্কারে
ন্যায়ের পক্ষে ছিলে অবিচল
পাহাড় যেন মাথা উচু করে সাক্ষ্য দেয়।
তুমি করেছিলে সংগ্রাম শ্রেণি বিভেদ ভুলে মানুষের অধিকার নিয়ে
পৃথিবীর প্রতিটি বর্ণমালায় তোমার নাম জ্বাজ্জল্যমান
তোমার ছায়াতলে পেয়েছি শান্তি
শত উদ্বেগ ভুলে
তুমি তো এখন আর বাঙালি নয় পৃথিবীর সন্তান
তুমি ছাড়া কেইবা আছে বলো শত নিপী*ড়ন সয়ে ধরেছিলে হাল!
এত কারাবাস এত নি*র্যাতন সব সয়ে মৃত্যুঞ্জয়ী তুমি
গেয়েছিল মানবতার গান
হৃদয়ে তোমার মমতা মায়া পূর্ণ
শুধুই বাঙালি কেন
প্রতিটি মানুষের জন্য।
তোমার আগমনে পৃথিবী হয়েছিল ধন্য
আকাশ বাতাস পানি সব যেন
কোমল হাতের পরশে আদর করত
শত শত ফুল তোমার জন্য ফুটতো
তোমার শরীরের গন্ধ নিতে প্রকৃতি মশগুল
ভোরের নরম রোদ তোমার মানবিকতা নিতে থাকতো ব্যকুল
তুমি ছিলে সেই গানের পাখি
তোমার সাম্যের গান শুনতে কোটি বাঙালি
ঝড়-ঝঞ্ঝা উপেক্ষা করে চোখ মেলে রাখি
তুমি তো সেই হ্যামেলিনের বাঁশিওয়ালা
দিলে স্বাধীনতা ও মুক্তির ডাক
সমস্ত বাঙালি তোমার ডাকে দিয়েছিল সাড়া
হে পিতা তোমার ছবি যেভাবেই আঁকি
তা দেশের মানচিত্র ছাপিয়ে
বিশ্ব মানচিত্রে প্লাবিত হবেই।
তুমি হয়ে গেছো উৎপী*ড়িতের হাতি*য়ার!
বাংলাদেশের অপর নাম তো
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
শুভ জন্মদিন বাংলাদেশ!