নড়াইলে করোনা আতঙ্কে সদর হাসপাতালে প্রায় রোগী শূন্য

3
135
শিশুর মৃ'ত্যু
নড়াইল সদর হাসপাতাল

স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার (২৬ মার্চ) নড়াইল সদর হাসপাতালে রোগীর সংখ্যা কমে ৯১ জনে দাড়িয়েছে। স্বাভাবিক সময়ে কমপক্ষে ৩’শ রোগীর বিপরীতে গত ৪/৫ দিন ধরে এই অবস্থা। হাসপাতালের মহিলা ও পুরুষ ওয়ার্ড ঘুরে মাত্র একজন রোগী পাওয়া গেছে। কেবলমাত্র গাইনী ও শিশু ওয়ার্ডে কয়েকজন রোগী রয়েছে। মহিলা ওয়ার্ডে কর্তব্যরত একজন নার্স জানান, আমার ২০ বছরের চাকুরী জীবনে হাসপাতাল এমনভাবে রোগী শূন্য হতে দেখিনি, সবাই আতঙ্কে হাসপাতাল ছেড়ে চলে গেছে।

স্থানীয়ভাবে কিছু মানুষের অভিযোগ হাসপাতাল নতুনভাবে রোগী ভর্তি করতে চাচ্ছে না। এ সকল ব্যাপারে নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.মশিউর রহমান বাবু বলেন, করোনা আতঙ্কে রোগীরাই হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছে। যদিও চিকিৎসক বা নার্স দের জন্য যে পিপিই এসেছে তা পর্যাপ্ত নয়। ১০ ওয়ার্ডের করোনা ইউনিট গঠন করা হলেও আল্লাহ না করুক কোন রোগী আসলে তা চিকিৎসা করা আসলেই কষ্টসাধ্য হবে।