নড়াইলে শ্রম সংকট মোকাবেলায় মাশরাফীর খাদ্য সামগ্রী বিতরণ, এলাকায় পরিচ্ছন্নতা অভিযান

4
49
নড়াইলে শ্রম সংকট মোকাবেলায় মাশরাফীর খাদ্য সামগ্রী বিতরণ, এলাকায় পরিচ্ছন্নতা অভিযান
নড়াইলে শ্রম সংকট মোকাবেলায় মাশরাফীর খাদ্য সামগ্রী বিতরণ, এলাকায় পরিচ্ছন্নতা অভিযান

স্টাফ রিপোর্টার

নড়াইলে এই করোনা সংকটে কর্মহীন ও দরিদ্র মানুষের মাঝে মাশরাফীর পক্ষ থেকে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে কর্মহীন ও প্রান্তিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। এ ছাড়াও শহরের রাস্তা ও দোকানের সামনে জীবানু নাশক ব্লিচিং পাউডার মেশানো পানি ছেটানো হয়েছে।

করোনা ভাইরাস সংক্রমণ রোধে শ্রমজীবীদের সংকট মোকাবেলায় এই উদ্যোগ নিয়েছে মাশরাফী। করোনাভাইরাস এর প্রভাবে এবং কোয়ারেন্টাইনের জন্য কর্মহীন হয়ে পড়েছে অনেকেই। পরিবার পরিজন নিয়ে নিজ এলাকার দুর্দশাগ্রস্থ এ সব মানুষের কথা বিবেচনা করেই তাদের পাশে দাঁড়িয়েছেন নড়াইল ২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা। বিপদে মানুষের পাশে দাঁড়ানোর সহজাত প্রবৃত্তির বসে, ক্রিকেট খেলার অর্জিত অর্থে ১২শ বেকার দিনমজুর যাদের দিন-আনা, দিন -খাওয়া তাদের হাতে খাদ্য সামগ্রি তুলে দেয়ার উদ্যোগ নিয়েছেন মাশরাফী।

এরই অংশ হিসেবে তালিকা করে তাদের বাড়ি বাড়ি পৌছে দিচ্ছেন খাদ্য সামগ্রি। যার মধ্যে থাকছে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১লিটার তেল, ১ কেজি পিয়াজ ও ১ কেজি আলু। চরম দুঃসময়ে মাশরাফী সাহায্যের হাত বাড়িয়ে দেয়ায় খুশি অভাবী এসব মানুষেরা।

এদিকে নিজের প্রিয় শহরকে পরিচ্ছন্ন রাখতে নিয়েছেন উদ্যোগ। এর অংশ হিসেবে রাস্তাঘাটের জীবানু নাশে শুক্রবার বিকেলে ফায়ার সার্ভিসের গাড়ীর সাহায্যে শহরব্যাপি ব্লিসিং পাউডার মিশ্রিত পানি ছিটানো হয়। মাশরাফীর অনুপস্থিতিতে মাশরাফীর বাবা গোলাম মোর্ত্তজা স্বপন এ কার্যক্রমের তদারকী করেন এ সময় নড়াইলের পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।