স্টাফ রিপোর্টার
নড়াইল জেলার তিনটি উপজেলায় নতুন ৬ জনসহ মোট ৩৬১ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। শনিবার (২৮ মার্চ) সকাল পর্যন্ত সর্বশেষ গত ২৪ ঘন্টায় ৬জন নতুন করে হোম কোয়ারেন্টিনে এসেছেন। এর মধ্যে সদরে ৫ জন এবং কালিয়ায় ১ জন।
নড়াইল সিভিল সার্জন ডাঃ আব্দুল মোমেন জানান, মোট ৩৬১ জনের মধ্যে নড়াইল সদর উপজেলায় ১৭৬ জন, লোহাগড়া উপজেলায় ৪৬ জন এবং কালিয়া উপজেলায় ১৩৯ জন। শনিবার সকাল পর্যন্ত নতুন ২০ জন সহ এ পযর্ন্ত মোট ৯০ জনের হোম কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হয়েছে।
এদিকে করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে সেনাবাহিনী, প্রশাসন ও পুলিশ শহর ও গ্রামাঞ্চলে টহল চালিয়ে যাচ্ছে। বিদেশ ফেরত প্রবাসীরা যথাযথভাবে কোয়ারেন্টাইন পালনে অবহেলা করছেন কিনা তা তদারকি করছে সেনাবাহিনী ও প্রশাসন। এছাড়া শনিবার (২৮ মার্চ) নড়াইল পৌরসভা বিভিন্ন রাস্তা জীবানু নাশক দিয়ে পরিস্কার করছে এবং একই সাথে ভেঙ্গু মোকাবেলার জন্য আগাম মশানিধন কার্যক্রম পরিচালনা করছে।
এদিকে করোনার ভয়ে নড়াইল সদর হাসপাতাল, লোহাগড়া ও কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অনেকটাই রোগীশূন্য হয়ে পড়েছে।