করোনা ভাইরাস প্রতিরোধে নড়াইলে গণসচেতনতামূলক প্রচারণা

0
16
করোনা ভাইরাস প্রতিরোধে নড়াইলে গণসচেতনতামূলক প্রচারণা
করোনা ভাইরাস প্রতিরোধে নড়াইলে গণসচেতনতামূলক প্রচারণা

স্টাফ রিপোর্টার

সাধারণ ছুটির চতুর্থ দিনে করোনাভাইরাস প্রতিরোধে নড়াইলে গণসচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে। রবিবার সকালে নড়াইল সদর আধুনিক সদর হাসপাতাল এলাকায় জেলা রেড ক্রিসেন্টের আয়োজনে এ অভিযান শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, সদর হাসপাতালের তত্বাবাধয়ক ডাঃ আব্দুস শুকুর, আর এম ও ডাঃ মশিউ রহমান বাবু, জেলা রেড ক্রিসেন্টের সাধারন সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন, সদস্য মোঃ রেজাউল বিশ্বাস। এ সময় হাসপাতালে বিভিন্ন এলাকায় জীবানু নাশক স্প্রে করা ও হাসপাতালে আগত দর্শনার্থী ও চিকিৎসা প্রার্থীদের হ্যান্ড রাব দেওয়া হয়। ক্রিসেন্ট সদস্য বলেন, করোনাভাইরাস নিয়ে আতঙ্ক ও গুজব না ছড়িয়ে সঠিক নিয়ম মেনে চলার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে।