স্টাফ রিপোর্টার
নড়াইলে কালিয়ায় এমপি কবিরুল হক মুক্তির উদ্যোগে চলছে বেতিক্রমী ভ্রাম্যমাণ ত্রাণ সেবা কার্যক্রম। দশটি মটরসাইকেল ত্রাণ বিতরণ টিম হটলাইন নাম্বারসমূহে কল পেলেই তৃণমূল মানুষকে চাল, ডাল, আলু, পেঁয়াজ,তেল সাবান পৌছে দিচ্ছে। এপর্যন্ত প্রায় ১৪০ পরিবারকে এ সহায়তা দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার (৬ এপ্রিল) সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন এমপি কবিরুল হক মুক্তি। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে চলমান কার্যক্রমের কারণে কর্মহীন হয়ে পড়া নিম্নমধ্যবিত্ত শ্রেণির মানুষ যারা জনসম্মুখে ত্রান সামগ্রী নিতে সংকোচবোধ করেন অথচ তাদের খাদ্য সহায়তা প্রয়োজন এ সকল পরিবারকে খাদ্য পৌছে দিতেই এ কার্যক্রমের উদ্যোগ হাতে নেওয়া হয়েছে।
এমপি কবিরুল হক মুক্তি জানান, বর্তমান পরিস্থিতিতে জনগনের সেবায় সরকার, আওয়ামী লীগ ও আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন নিয়োজিত রয়েছে। যতদিন এই পরিস্থিতি সাভাবিক না হচ্ছে ততদিন এ কর্যক্রম চলবে। তিনি সবাইকে ঘরে থাকার আহবান জানান এবং ভ্রাম্যমাণ ত্রাণ সেবা নিতে।