স্টাফ রিপোর্টার
করোনা মোবাবিলায় নড়াইল-২ আসনের এমপি ক্রিকেট তারকা মাশরাফী বিন মোর্ত্তজা নড়াইল সদর হাসপাতালের জন্য প্রধানমন্ত্রীর কাছে আইসিইউ চাইলেন।
রোববার (১২এপ্রিল) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এক ভিডিও কনফারেন্সে এ দাবি জানান। প্রধানমন্ত্রী এমপির মাশরাফির বক্তব্য মন দিয়ে শোনেন এবং আগামিতে আইসিইউ-এর দাবি পূরণের আশ্বাস দেন।
এছাড়া প্রধানমন্ত্রী নড়াইল-১ আসনের এমপি কবিরুল হক মুক্তি এবং নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তজার করোনা মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপর প্রশংসা করেন।
এমপি মাশরাফী বক্তব্য দেওয়ার পূর্বে জেলা প্রশাসক আনজুমান আরা করোনাভাইরাস সম্পর্কিত এবং করোনার কারণে কাজ হারানো জেলার সাধারণ মানুষের সরকারি-বেসরকারি ত্রাণ সহায়তার বিভিন্ন তথ্য তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন, নড়াইল-১ আসনের এমপি কবিরুল হক মুক্তি, জেলা পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম, নড়াইলে সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত অফিসার মেজর মঞ্জুর, সিভিল সার্জন ডা. আব্দুল মোমেন, সদর হাসপাতালের তত্বাবধাক ডা. আব্দুস শাকুর, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌর মেয়র জাহাঙ্গীর হোসেন প্রমুখ।