নিজস্ব প্রতিবেদক
আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ। চৈত্রসংক্রান্তির শেষে আজ ১৪২৬ সনকে বিদায় জানিয়ে বাংলা বর্ষপঞ্জিতে নববর্ষ ১৪২৭। বাংলা নতুন বছরের প্রথম দিন এলেই দেশজুড়ে থাকে নানা আয়োজন। দিনটিতে বাঙালিরা নানা উৎসবে মেতে ওঠে। তবে কোরনা পরিস্থিতিতে কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই এই দিনটি উদযাপন করা হচ্ছে।
এর আগে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে পহেলা বৈশাখের সমাগমের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। গত ২৬ মার্চ থেকে সারাদেশে সাধারণ ছুটি চলছে। এটা ২৫ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
রমণার বটমূলে বসছে না ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান।রাজধানী ঢাকাসহ সারা দেশজুড়ে কোথাও কোনো অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে না। কোন মেলা বসছে না এবার। তবে সরকারি এবং বেসরকারি টেলিভিশন ও বেতারে নববর্ষের বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে। বাংলা নববর্ষ উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে দেশবাসীসহ বাঙালিদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।