নড়াইলে তেল চুরি! টিসিবি’র ডিলারসহ ৫জনকে জরিমানা

0
396
নড়াইলে টিসিবি’র ডিলারসহ ৫জনকে জরিমানা
নড়াইলে টিসিবি’র ডিলারসহ ৫জনকে জরিমানা

স্টাফ রিপোর্টার

নড়াইলে টিসিবি’র ভোজ্যতৈল কালোবাজারে বিক্রির অভিযোগে এক ডিলারসহ ৫জনকে ৭০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে টিসিবি’র ৪৭ লিটার ভোজ্যতৈল উদ্ধার করা হয়।

এ সময় ৪জন বিক্রেতা ও টিসিবির এক ডিলারকে মোট ৭০হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ আলাউদ্দিন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের হোগলাডাঙ্গা, দৌলতপুর, দারিয়াপুর ও শম্ভুডাঙ্গা বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মুদি দোকানদার বাবু মিয়া, উজ্জল ভূইয়া, রাসেল শেখ ও রফিকুল ইসলামের দোকান থেকে টিসিবি’র মোট ৪৭ লিটার ভোজ্যতৈল উদ্ধার হয়।

এসকল দোকানদারকে মোট ১০হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এসকল মুদি দোকানদারদের দেয়া তথ্য অনুযায়ি নড়াইল শহরের টিসিবি’র ডিলার পরিতোষ কুন্ডুর ছেলে আকাশ কুমার কুন্ডুকে কালোবাজারে টিসিবি’র ভোজ্যতৈল বিক্রির অপরাধে ৬০হাজার টাকা জরিমানার আদেশ দেন ভ্রম্যমাণ আদালত।