স্টাফ রিপোর্টার
নড়াইলে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো তিনজন চিকিৎসকের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৭জন চিকিৎসকসহ ১৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন সিভিল সা*র্জন ডাঃ মোঃ আব্দুল মোমেন।
নড়াইল সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ ৩ ডাক্তার করোনা আক্রান্ত হয়েছেন। গত রোববার নড়াইল জেলা প্রশাসকের সহকারী মোঃ দুলাল হোসেনের করোনা পজিটিভ ধরা পড়ে। এ নিয়ে জেলায় মোট ৭জন ডাক্তারসহ মোট আক্রান্তের সংখ্যা ১৩ জন।
নড়াইল শহরে গত দু’দিনে ৪জন করোনায় আক্রান্তের খবরে শহরবাসী আতং*কিত হয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শহর লকডাউনের দাবি জোড়ালো হচ্ছে। নড়াইলের সিভিল সা*র্জন ডাঃ আব্দুল মোমেন জানান, যশোর ল্যাবে এ পর্যন্ত জেলার মোট ২ শত ১৩টি নমুনা পাঠানো হয়েছিল, সোমবার সকাল ৯ টা পর্যন্ত ৯৪ টির রির্পোট পাওয়া গিয়েছে।
এর মধ্যে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ডাক্তার ডাঃ আব্দুল মান্নান ও ডাঃ প্রশান্ত মল্লিকের নমুনা পজেটিভ এসেছে। আক্রান্তরা সবাই নিজ নিজ বাসায় আইসো*লেশনে রয়েছেন। নড়াইল শহরে আক্রান্তদের নির্দিষ্ট এলাকা লকডাউন করা হয়েছে। সব জায়গায় লকডাউনের পরিকল্পনা এখনও পর্যন্ত নেওয়া হয়নি।
জানা গেছে, এরমধ্যে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত লোহাগড়া উপজেলার পারছাতরা গ্রামের সৈয়দ সুজনকে ইতিমধ্যে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। জেলায় বর্তমানে করোনা আক্রান্ত ১২জনই নিজ নিজ বাসায় আইসো*লেশনে রয়েছেন।