স্টাফ রিপোর্টার
নড়াইলে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব জনিত কারণে ভাতা বিহীন ভিডিপি সদস্যদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করা হয়েছে।
২ মে শনিবার সকালে বাংলাদেশ আনসার ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কয়কোবাদ এর নির্দেশে, দুস্থ, ভাতা বিহীন ভিডিপি সদস্যদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
নড়াইল জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজেেন নড়াইল সদর আনসার অফিস মাঠ চত্বরে ৩ শত ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোরশেদা খানম, উপজেলা আনছার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আব্দুর রউফ, উপজেলা প্রশিক্ষিকাসহসহ সংশিষ্টরা।
প্রতি প্যাকেটে ৫ কেজি চাউল, ২ কেজি আলু, ১ কেজি পিয়াজ, ১ কেজি ডাল, সাবান, মাস্কসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। নড়াইল জেলার তিনটি উপজেলার ৯ শতাধিক ভিডিপি সদস্যদের মাঝে এ দ্রব্যাদি বিতরণ করা হয়।