স্টাফ রিপোর্টার
চলতি বোরো মৌসুমে নড়াইল জেলায় প্রকৃত কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহের জন্য এবং এ ব্যাপরে কৃষকদের উদ্বুদ্ধ করার জন্য শহরের বিভিন্ন হাট-বাজারে প্রচার প্রচারণা ও হ্যান্ডবিল বিতরণ এবং প্রত্যন্ত অঞ্চলে মাইকিং করা হয়েছে। শহরের রূপগঞ্জ হাটে জেলা ও সদর উপজেলা প্রশাসন এবং জেলা খাদ্য বিভাগ এর যৌথ আয়োজনে এ প্রচার প্রচারনা চালানো হয়।
জেলা প্রশাসক আনজুমান আরা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, জেলা খাদ্য কর্মকর্তা মোঃ মনিরুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা ও খাদ্য বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। পরে সদর খাদ্য গুদাম পরিদর্শন করেন কর্মকর্তাগণ।
প্রচারকালে জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, এ বছর জেলায় সরকারি ভাবে ৬০৬১ মেট্রিক টন বোরো ধান ২৬ টাকা কেজি দরে প্রকৃত কৃষকদের কাছ থেকে ক্রয় করা হবে।
কৃষক অ্যাপসের মাধ্যমে এ ধান সংগ্রহ করা হবে। এ সময় তিনি আগামী ৭ মে এর মধ্যে কৃষকদের নিবন্ধন করার জন্য এবং তাদের সরকারের কাছে ধান বিক্রয়ের জন্য অনুরোধ জানান।