স্টাফ রিপোর্টার
নড়াইল জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস শ্রমিকদের ম*রোনাত্তর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে নিজেদের পরিবারকে এককালীন অর্থ প্রদান করা হয়েছে। সোমবার (৪ এপ্রিল) দুপুরে নড়াইল নতুন বাস টার্মিনালে শ্রমিক সংগঠনের কার্য্যালয়ে এ নগদ টাকা প্রদান করা হয়।
জেলা বাস মিনিবাস মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদেক আহম্মেদ খান এ অর্থ প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মোফাজ্জেল সিকদার, যুগ্ম সম্পাদক মকতেল হোসেন, প্রচার সম্পাদক মাহাবুবুর রহমান প্রমুখ।
ম*রোনাত্তর সাত শ্রমিকের পরিবারকে ৩৫ হাজার টাকা করে মোট ২লক্ষ ৪৫ হাজার টাকা প্রদান করা হয। সাধারণ সম্পাদক সাদেক আহম্মেদ খান বলেন, করোনার এ দু*র্দিনে সাত জনকে টাকা প্রদান করা হয়েছে। কিন্তু গত দেড় মাস শ্রমিকরা বেকার হয়ে পড়ে আছে। অথচ সরকার বা অন্য কোন সংগঠন তাদের নূন্যতম কোন সাহায্য প্রদান করে নাই। কিন্তু বি এন পি জামাতের অবরো*ধের সময় এ শ্রমিকরা জীবন বাজী রেখে গাড়ী চালিয়েছে। তাই এ মুহূর্তে শ্রমিকদের পাশে সরকারের সাহায্য চান এ নেতা।