স্টাফ রিপোর্টার
নড়াইলে ধান কা*টার অত্যাধুনিক কৃষি যন্ত্র কম্বাইন্ড হারভেস্টার মেশিনের মাধ্যমে ধান কা*টার উদ্বোধন করা হয়েছে। সরকারিভাবে ৫০% ভর্তুকিতে পৌর এলাকার মাছিমদিয়ানিবাসী কৃষক মোঃ আনিচুজ্জামান এ মেশিন ক্রয় করছেন।
আজ বৃহস্পতিবার (৭ মে) নড়াইল পৌর এলাকার ধোপাখোলায় মোঃ আনিচুজ্জামানের নিজ জমিতে ধান কে*টে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা।
উদ্বোধনে জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ সোহরাব হোসেন বিশ্বাস,পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ সুবাস চন্দ্র বোস, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ অচিন কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক এ্যাডঃ মোঃ ওমর ফারুক, জেলা যুবলীগের আহবায়ক মোঃ ওয়াহিদুজ্জামান, চেম্বারের সভাপতি মোঃ হাসানুজ্জাামান, নড়াইল প্রেসক্লাবের সভাপতি মোঃ এনামুল কবীর, সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলু, জেলা পরিষদের সদস্য মোঃ হাদিউজ্জামান, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
হারভেস্টার ক্রয়কারী কৃষক মোঃ আনিচুজ্জামান জানান, মাছিমদিয়া গ্রামের আলাই মোল্যার দুই একর ধান বিনামূল্যে কে*টে দেওয়া হয়েছে। সরকারিভাবে ভর্তুকিকৃত এ মেশিনের সাহায্যে গরীর কৃষকের বিনামূল্যে ধান কে*টে দেওয়ার ব্যবস্থা করা হবে। আবার যাদের কম সামর্থ্য রয়েছে তাদের কাছ থেকে শুধু তেল খরচ নেওয়া হবে।
জানা গেছে, হার্ভেস্টার মেশিন প্রতি ঘন্টায় ১ একর জমির ধান কা*টা, মাড়া*ই, পরিষ্কার এবং বস্তা ব*ন্দি করতে পারবে। এতে একর প্রতি প্রায় ১ হাজার টাকা কম খরচ পড়বে। ফলে কৃষকের সময় বাঁচবে এবং অর্থ খরচ কমবে।
কৃষি বিভাগ জানিয়েছে, জেলায় এবার ৪৭ হাজার ৩৭০ হেক্টর জমিতে বোরা ধান আবাদ হয়েছে এবং চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯২ হাজার ৩০৭ মেঃটন।