স্টাফ রিপোর্টার
নড়াইলে ধান কা*টার অত্যাধুনিক কৃষিযন্ত্র কম্বাইন্ড হারভেস্টার মেশিনের মাধ্যমে ধান কা*টার উদ্বোধন করা হয়েছে। সরকারিভাবে ৫০% ভর্তুকিতে সদরের পৌর এলাকার মাছিমদিয়ার মোঃ মনিরুজ্জামান এ মেশিন ক্রয় করেছেন।
আজ সোমবার (১১ মে) বেলা সাড়ে ১২টায় সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের যদুনাথপুর গ্রামের কৃষক মোঃ হুমাউনের ১২ শতক জমির ধান কে*টে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা।
পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), নড়াইল ২ এর সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার পিতা সমাজসেবক গোলাম মোর্ত্তজা স্বপন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, সহকারি কমিশনার (ভূমি) নড়াইল সদর কৃষ্ণা রায়, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান, বাঁশগ্রাম ইউয়িনের চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম, সাবেক সংসদ সদস্য অ্যাডঃ সাইফ হাফিজুর রহমান খোকন, জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডঃ সিদ্দিক আহম্মেদ, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাফিজ খান মিলন, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, কৃষি বান্ধব মানবিক সাংসদ মাশরাফী বিন মোর্ত্তজার ঐকান্তিক প্রচেষ্টায় নড়াইলের কৃষকদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার এই কম্বাইন্ড হারভেস্টার মেশিন। আশা করি এই করোনাকালে কৃষকদের ধানকা*টার কোন সমস্যা হবেনা।