নড়াইলে অসহায় কৃষকের ধান কে*টে দিলেন কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ

4
13
নড়াইলে অসহায় কৃষকের ধান কে*টে দিলেন কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ
নড়াইলে অসহায় কৃষকের ধান কে*টে দিলেন কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ

স্টাফ রিপোর্টার

করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় শ্রমিক সংক*টের কারণে দরিদ্র কৃষকের জমির ধান কে*টে দিলেন নড়াইলের কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। আজ (১৩ মে) বুধবার সকালে সদর উপজেলার পৌরসভার গারুচো*রা এলাকার ডুমুরতলা গ্রামের হত দরিদ্র কৃষক মোঃ আব্দুল আলিমের ধান ক্ষেতে পৌছে যায় কৃষি বিভাগের একদল কর্মকর্তা-কর্মচারিবৃন্দ। তারা আলিমের ৩০ শতক জমির ধান কে*টে বাড়ী পৌঁছে দিয়ে আসেন।

এ সময় জেলা প্রশাসক আনজুমান আরা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নড়াইলের উপ-পরিচালক চিন্ময় রায়, সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলামসহ অনেকে।

জেলা প্রশাসক জানান, আমরা যখন জানতে পারলাম গারুচো*রার অসহায় কৃষক আবদুল আলিম শ্রমিক সংক*টের জন্য ধান কা*টতে পারছে না, তখন আমরা প্রশাসনের পক্ষ থেকে কৃষি বিভাগের কর্তাকর্তা ও কর্মচারীবৃন্দ মিলে আজ তার জমির ধান কা*টতে এসেছি। যে কৃষকের শ্রমিক সংক*টের জন্য ধান কা*টতে অসুবিধা হবে, তারা আমাদের জানালে আমরা প্রশাসনের পক্ষ থেকে সব রকম সহযোগিতা করব। নড়াইলের প্রশাসন ও সরকার সব সময় কৃষকের পাশে আছে।