স্টাফ রিপোর্টার
নড়াইলের লোহাগড়ায় আ’লীগ নেতা হাবিবুর রহমান তাপসের উদ্যোগে ঈদ উপহার ও ৭ প্রকারের খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। সোমবার (১৮ মে) সকালে লোহাগড়ার অজোপাড়াগাঁয়ে দরিদ্রদের মাঝে পৌঁছে দেয়া হয়েছে সুগন্ধী চাল, সাধারণ চাল, চিনি, সেমাই, তেল, দুধ, আলুসহ নিত্যপণ্য সামগ্রী।
ইতনা ইউনিয়নের পি এল চর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ১১০ পরিবারকে তৃতীয় ধাপে ঈদ উপহার হিসাবে প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি আলু, আধা লিটার তেল, আধা কেজি সেমাই, ১/২ কেজি সেমাই, ১/২ কেজি চিনি, ১০০ গ্রাম দুধসহ বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করেন তিনি।
করোনার প্রভাবে সমস্যায় পড়া বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে অব্যাহতভাবে আহ্বান করে সহযোগিতা করে যাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান তাপস । নড়াইল ফটোগ্রাফিক সোসাইটি মাঠ পর্যায়ে বিতরণ কার্যক্রম বাস্তায়ন করছে।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইল ফটোগ্রাফিক সোসাইটির সাধারণ সম্পাদক নাজমুল হাসান লিজা, সাংগঠনিক সম্পাদক মাসুম জব্বারী, পিএল চর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ রাসেল পারভেজ ওশান, লোহাগড়া পৌর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক শিমুল হাসান, সাংবাদিক রইচ উদ্দিন টিপু, ঢাকা উত্তর মহানগর ১৪ নং ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি মো: ইলিয়াস মোল্যা, সহসভাপতি মনিরুল ইসলাম মোল্যা, মিঠুন খান খাদ্য প্রমুখ।
আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান তাপস বলেন, করোনা ও ঈদ উল ফিতর উপলক্ষে মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি নিতান্তই ভালবাসার টানে। জেলার মানুষ ভাল থাকলেই আমার ভাল থাকা। ওনারা দরিদ্র নয়। তারা আমাদের দেশের বড় সম্পদ কৃষক তাদের জন্য আমরা ভাত খেতে পারছি তাই আমি গ্রামের বড় মনের মানুষদেরই খাদ্য দিচ্ছি। তাদের প্রাপ্য সম্মান দিতেই চেয়ারে বসিয়ে খাদ্য দিচ্ছি।