স্পোর্টস ডেস্ক
কোভিড ১৯ করোনা পরিস্থিতিতে দেশের সাধারণ মানুষের পাশে দাড়াতে ১৮ বছরের সুখ-দুঃখের সঙ্গী ঐতিহাসিক ব্রেসলেটটি নিলামে রেখেছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা। মাশরাফী অঙ্কিত ব্রেসলেটটির ভিত্তিমূল্য ছিল ৫ লাখ টাকা, তবে সেটি শেষে বিক্রি হলো ৪২ লাখ টাকায়। এই অর্থ দিয়ে মাশরাফীর হাতে গড়া প্রতিষ্ঠান ‘নড়াইল এক্সপ্রেস’ ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় মানুষদের সহায়তা করা হবে বলে জানিয়েছেন মাশরাফী।
রবিবার দিবাগত রাতে ফেইসবুকে ‘Auction 4 Action’ পেজ-এ নিলাম শেষে ব্রেসলেট কিনে নিয়েছে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংগঠন বিএলএফসিএ (বাংলাদেশ লিজিং এন্ড ফিন্যান্স কোম্পানি এসোসিয়েশন)। নিলামের সর্বোচ্চ দর ছিল ৪০ লাখ। তবে আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বাড়িয়ে দিয়েছে আরও ৫ ভাগ। তাতে চূড়ান্ত মূল্য দাঁড়িয়েছে ৪২ লাখ টাকা।
নিলামে ব্রেসলেটটি ক্রয়ের পর বিএলএফসি এটি মাশরাফীকে উপহার হিসেবে দিতে চেয়েছেন বলে জানিয়েছেন বিএলএফসিএর চেয়ারম্যান মমিন উল ইসলাম।
EPISODE 9 (#MBM001)Item was SOLD at 42 lac BDT
Posted by Auction 4 Action on Sunday, May 17, 2020