“এই ঈদ যেন শেষ ঈদ না হয়”

324
13
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ

নিউজ ডেস্ক

করোনাভাইরাস বা কোভিড-১৯ পরিস্থিতির মধ্যে ঈদ উপলক্ষ্যে মানুষ ব্যাপক হারে ঢাকা থেকে নিজ এলাকায় ফিরছেন। বিষয়টির সমালোচনা করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, এই ঈদ যেন শেষ ঈদ না হয়। এইবারের শপিং যেন শেষ শপিং না হয়। মঙ্গলবার (১৯ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে এক সংবাদ সম্মেলনে ড. বেনজীর আহমেদ জনগণকে সতর্ক করে এসব কথা বলেন।

আইজিপি আরো বলেন, করোনা সংক্রমণের মধ্যে শহর ছেড়ে গিয়ে কেউ যেন গ্রামের বাড়িতে পরিবার কিংবা প্রতিবেশীর জন্য মৃ*ত্যুদূ*ত হয়ে না যাই। বর্তমান করোনা মহামারী সংক*ট সবাইকে উপলব্ধি করতে হবে। আসুন আমরা সবাই সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলি।

পুলিশের মহাপরির্শক ঈদের কেনাকা*টা ও নামাজে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়ে বলেন, এক দেশ পি*টিয়ে পি*টিয়ে ঘরে ঢুকিয়েছে, আমরাও তো তা করতে পারি না। আমরা শারী*রিকভাবে আ*ঘা*ত না করেই মানুষের সহায়তায় এ পর্যন্ত এসেছি। এভাবেই করতে চাই। জনগণের পাশে থেকেই করতে চাই। বাংলাদেশের বাস্তবতায় বল প্রয়োগের সুযোগ নেই। আইজিপি আরো বলেন, যখন সামাজিক দূরত্ব দরকার তখন আমাদের মানতে হবে, এটা তো জো*র করে মানানোর কিছু নেই।