নড়াইলের কালিয়ায় স*ন্ত্রা*সীদের হাতে নিহ*ত ক্রীড়াবিদ ও আ’লীগ নেতার দা*ফন সম্পন্ন

12
40
নড়াইলের কালিয়ায় স*ন্ত্রা*সীদের হাতে নিহ*ত ক্রীড়াবিদ ও আ’লীগ নেতার দা*ফন সম্পন্ন
নিহ*ত কাইয়ুম

স্টাফ রিপোর্টার

বুধবার (২৭ মে) সন্ধ্যায় স্থানীয় আ*ধিপ*ত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের কালিয়ায় স*ন্ত্রা*সীদের হাতে নিহ*ত সাবেক ক্রীড়াবিদ ও আওয়ামী লীগ নেতা, ইউপি সদস্য ও সাবেক পুলিশ সদস্য আব্দুল কাইউম শিকদারের (৪৫) তার নিজ গ্রামের কব*র স্থানে দা*ফন সম্পন্ন হয়েছে। ওইদিন বিকালে তার ম*রদে*হ গ্রামের বাড়িতে নিয়ে আসলে এক হৃদয় বি*দারক দৃশ্যের অবতারণা হয়।

মরহুম কাইউমকে এক নজর দেখার জন্য এলাকার শত শত মানুষ ভিড় জমান। শেষ শ্রদ্ধা জানাতে তার বাড়িতে ছুটে আসেন নড়াইল ১ আসনের এমপি মো. কবিরুল হক মুক্তি, কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কুষনোপদ ঘোষ, ভাইস চেয়ারম্যান মো. ইব্রাহিমশেখ, উপজেলার নড়াগাতি থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহ মো. ফোরকান মোল্যাসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ।

এরপর সন্ধ্যা ৬ টায় নামাজে জা*নাজা শেষে চোখের জ্বলে ভা*সিয়ে তাকে শেষ বি*দায় জানিয়েছেন তার শো*কাহ*ত এলাকাবাসিরা। ঘটনার পর থেকে তার পরিবারসহ এলাকায় চলছে শো*কের মা*তম।

নড়াইলে আ’লীগ নেতাকে কু*পিয়ে হ*ত্যা, আহ*ত ৩

স্থানীয়রা ও তার পারিবারিক সূত্রে জানা যায়,পেশাগত জীবনে কাইউম শিকদার বাংলাদেশ পুলিশের একজন সদস্য ছিলেন। পুলিশ বা*হিনীতে যোগদানের পর তিনি ওই বাহিনীর কাবাডি দলে যোগদেন। এক সময় তিনি আইজিপি কাবাডি দলের অধিনায়ক নিযুক্ত হন এবং বাংলাদেশ জাতীয় কাবাডি দলের সদস্য হয়ে তিনি দেশে বিদেশে কাবাডি খেলায় অংশগ্রহণ করেছেন।

নড়াইলে আ’লীগ নেতাকে কু*পিয়ে হ*ত্যা, আহ*ত ৩
নিহ*ত কাইয়ুম শিকদার ও হাসনাত মোল্যা

এরপর পুলিশ বাহিনী থেকে স্বেচ্ছায় অবসর নিয়ে গ্রামে ফিরে আসার পর কলাবাড়িয়া ইউনিয়রে ৩ নম্বর ওয়ার্ডের সদস্য নির্বাচিত হন কাইয়ুম। সেই সময় তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জ*ড়িয়ে পড়েন এবং ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।

তারা আরও জানান, ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান মো. মাহামুদুল হাসান কায়েস ও আব্দুল কাইউম শিকদার গ্রু*পের মধ্যে দীর্ঘদিন ধরে আধি*পত্য বিস্তারের ল*ড়াই চলা কালে গত ২৬ মে রাত সাড়ে ৮ টার দিকে কাইউম শিকদার ও উপজেলার নড়াগাতি থানা কৃষক লীগের সভাপতি মোল্যা আবুল হাসনাতসহ ৪ জন নেতাকর্মী ২টি মটরসাইকেল যো*গে কালিয়া থেকে কলাবাড়িয়া গ্রামে ফেরার পথে ওই সড়কের কালিনগর নামক স্থানে আগে থেকে ও*ৎ পেতে থাকা প্রতিপ*ক্ষের স্ব*শ*স্ত্র স*ন্ত্রা*সীরা বাঁ*শ দিয়ে সড়ক আটকে মটর সাইকেল থেকে ফে*লে কাইউম শিকদার, হাসনাত মোল্যাকে (৩৮), সজিব মল্লিক (২৫) ও মতিয়ার মল্লিককে (৪০) হা*ত ও পা*য়ের র*গ কে*টে ফেলাসহ কু*পি*য়ে আহত করে বলে তারা অভিযোগ করেছেন।

আহতদেরকে কালিয়া হাসপাতালে নেয়া হলে সাবেক ওই ক্রীড়াবিদ কাইউম শিকদারকে কর্তব্যরত চিকিৎসক মৃ*ত ঘোষণা করেন। হাসনাতসহ অন্যদেরকে আশং*কাজনক অবস্থায় খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলার নড়াগাতি ওসি রোকসানা খাতুন বলেছেন, নিহ*তের পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। খু*নিদের ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ কাউকে আটক করতে পারেনি।