স্টাফ রিপোর্টার
নড়াইলে নতুন করে ৪জনের করোনা শনাক্ত হয়েছে। এ চারজনই লোহাগড়া উপজেলার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সা*র্জন ডাঃ মোঃ আবদুল মোমেন। তিনি বলেন, আ’ক্রান্তদের মধ্যে তিনজনই ঈদের ছুটিতে ঢাকা থেকে বাড়িতে আসে।
এছাড়া করোনা শনাক্ত লোহাগড়ার গোপিনাথপুর গ্রামের গোলাম কিবরিয়ার মোবাইল বন্ধ থাকায় তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তিনি বলেন, এ নিয়ে জেলায় সর্বমোট ৮জন চিকিৎসকসহ ২৬জন করোনায় আ’ক্রান্ত হয়েছেন।
এর মধ্যে ৮চিকিৎসকসহ ১৫জনের ইতোমধ্যে করোনার রিপোর্ট নেগেটিভ হয়ে সুস্থ্য হয়েছেন। প্রাতিষ্ঠানিক আইসো*লেশনে রয়েছেন মোট ৬জন ও হোম আইসো*লেশনে রয়েছেন ৪জন এবং করোনায় বিশ্বজিত রায় চৌধুরী নামের এক ব্যক্তি ইতোপূর্বে মা*রা গেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নড়াইলের লোহাগড়া উপজেলার মাকড়াইল গ্রামের ইমদাদ, ইতনা গ্রামের ফরিদা, শালনগর গ্রামের আজিজুল ইসলাম ও গোপিনাথপুর গ্রামের কিবরিয়া আলমের করোনা শনাক্ত হয়েছে।