স্টাফ রিপোর্টার
নড়াইল প্রেসক্লাবের নতুন লাইব্রেরীতে ৩০টি বই এবং ৮টি স্মরণিকা বিতরণ করলেন নড়াইলের এক সাংবাদিক। সোমবার দুপুর ১২টার দিকে নড়াইল প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি, শিক্ষক (অব) আতিয়ার রহমান প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু ও সাধারন সম্পাদক শামিমূল ইসলাম টুলুর কাছে মুক্তিযুদ্ধসহ বরেণ্য বিভিন্ন লেখকের ৩০টি বই ও ৮ পিস স্বরণিকা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, দৈনিক প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি কার্ত্তিক দাস, নড়াইল বার্তার নির্বাহী সম্পাদক হাফিজুর রহমান, সুজয় বকসি জয়, হাফিজুল করিম নিলু, লুৎফুল আলম সজল প্রমুখ।
সাংবাদিক আতিয়ার রহমান বলেন,নড়াইল প্রেসক্লাবের সুদীর্ঘ যাত্রায় যুক্ত হয়েছে নতুন যুক্ত হয়েছে বহু আকাংখিত লাইব্রেরী। এ জন্য কর্তৃপক্ষকে তিনি অভিনন্দন জানান। পাঠাগারটির সূচনালগ্নে সামান্য উপহার হিসেবে ৩০ খানা বই এবং ৮ ডুকুমেন্টারি পত্রিকা প্রদান করতে পেরে তিনি খুবই আনন্দিত।