নড়াইলের কালিয়ায় একজন প্যা’থলজি টেক’নিশিয়ানের করোনা শনাক্ত

2
127
করোনা পরিস্থিতি
করোনাভাইরাস

স্টাফ রিপোর্টার

নড়াইলের কালিয়ায় স্থানীয় একটি বেসরকারি প্যা’থলজি সেন্টারের প্যা’থলজিষ্টের শরী’রে করোনা পজিটিভ পাওয়া গেছে। বুধবার (১০ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কাজল মল্লিক বিষয়টি নিশ্চিত করেন।

আক্রা’ন্তকারি কালিয়া উপজেলা স্বাস্থ্য কম*প্লেক্সের বিভারাণী দাশ নার্সের স্বামী নিত্যরঞ্জন গোপাল (৫০)। তিনি পৌরসভার রামনগর গ্রামের বাসিন্দা। তার শরী’রে করোনা ভাইরাস শনাক্তের পর তার পরিবারটিকে ল’কডাউন করা হয়েছে। তাকে তার বাসাতেই চিকিৎসা দেয়া হচ্ছে।

ডা.কাজল মল্লিক জানান, ৭জুন নিত্যরঞ্জন গোপালের নমুনা সংগহ করে পরীক্ষার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বুধবার দুপুরে তার করোনা রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে। এনিয়ে বর্তমানে কালিয়া পৌরসভায় দুই জনের শরী’রের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তাদেরকে নিজ নিজ বাসাতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

কালিয়ার ইউএনও নাজমুল হুদা বলেন, ‘করোনায় আক্রা’ন্ত হওয়ার বিষয়টি জানতে পেরে ওই পরিবারকে ল’কডাউন করা হয়েছে। আক্রা’ন্ত রো*গীকে তার বাড়িতে রেখেই চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।