ডেস্ক রিপোর্ট
করোনা ভাইরাসে আক্রা’ন্ত হয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য এবং জাতীয় দলের ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা। শনিবার (২০ জুন) বিশ্বস্ত সূত্রে তার অ*সুস্থতার বিষয়টি নিশ্চিত করা হয়। এরপর নিজের ফেসবুক পেইজ থেকে নিজেই তার অসুস্থতার কথা জানান নড়াইল এক্সপ্রেস। একইসাথে সকলের কাছে তার আরোগ্যের জন্য মহান আল্লাহ’র নিকট দোয়া প্রার্থনার জন্য অনুরোধ করেন।
ফেসবুকে মাশরাফীর দেয়া পোস্টটি তুলে ধরা হলো, “আজকে আমার রেজাল্ট COVID-19 পজিটিভ এসেছে। সবাই আমার জন্যে দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি।
আক্রা’ন্ত’র সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। আমাদের সবাইকে এখন আরো সতর্ক হতে হবে। সবাই ঘর থেকে বিনা প্রয়োজনে বের না হই। আমি বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিয়ে যাচ্ছি এবং প্রয়োজনীয় বিধি নিষেধ মেনে চলছি। করোনা নিয়ে আ’তং’ক নয়, সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।”
এর আগে মাশরাফী’র বন্ধু ও সহযোগী সৌমেন বসু জানিয়েছেন যে কিছুদিন আগে কিছুটা জ্ব*রে ভু*গছিলেন মাশরাফী। এরপর শরীরে বেশ জ্ব*র ছিল তার। জ্ব*র কয়েকদিন স্থায়ী হলে করোনা টেস্ট করান নড়াইল এক্সপ্রেস। বর্তমানে নিজ বাসায় আই*সোলেশনে আছেন মাশরাফী।
তিনি উল্লেখ করেন, এখনো পারিবারিকভাবে সিদ্ধান্ত নেয়া হয়নি মাশরাফীকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হবে কিনা। করোনা পজিটিভ হবার খবর পেয়ে মান*সিকভাবে শ’ক্ত আছেন তিনি। সৌমেন জানিয়েছেন, মাশরাফীর পরিবারের বাকি সদস্যরা নিরাপদেই আছেন।
শুক্রবার ১০১ জ্ব*র থাকলেও আজ শরীরের তাপমাত্রা ৯৯ এ নেমে এসেছে। তবে, হালকা ঠা’ন্ডাও রয়েছে মাশরাফীর। মাশরাফীর বন্ধু বাবলু জানিয়েছেন, একবার পরীক্ষায় ফলাফল পজিটিভ এসেছে। তবে নিশ্চিত হওয়ার জন্য আরেক দফা টে’স্ট করানো হবে বলে জানান বাবলু।
এর আগে মাশরাফী শাশুড়ী ও স্ত্রী সুমনা হক সুমির বড় বোন রিক্তা করোনা পজিটিভ হন। মাশরাফী ও তার পরিবারের সুস্থতা কামনা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেছেন নড়াইলবাসীসহ তার ভক্তসকল।