করোনাকালে ফার্মে*সী ও চিকিৎসা সরঞ্জামাদি বিক্রয় প্রতিষ্ঠানে ভোক্তা অধিদপ্তরের তদারকি

3
22
করোনাকালে ফার্মে*সী ও চিকিৎসা সরঞ্জামাদি বিক্রয় প্রতিষ্ঠানে ভোক্তা অধিদপ্তরের তদারকি
করোনাকালে ফার্মে*সী ও চিকিৎসা সরঞ্জামাদি বিক্রয় প্রতিষ্ঠানে ভোক্তা অধিদপ্তরের তদারকি

স্টাফ রিপোর্টার

বুধবার (২৪ জুন) বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে ঔ*ষধসহ চিকিৎসা সরঞ্জামাদির মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহার নির্দেশনায় ও পরিচালক (প্রশাসন) এর তত্ত্বাবধানে রাজধানীতে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারসহ ফার্মে*সী ও চিকিৎসা সরঞ্জামাদি বিক্রয়কারী প্রতিষ্ঠানে ভোক্তা অধিদপ্তরের তদারকি অভিযান পরিচালিত হয়েছে।

প্রধান কার্যালয়ের উপপরিচালক মোঃ মাসুম আরেফিন, বিকাশ চন্দ্র দাস ও ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল জব্বার মণ্ডল কর্তৃক ঢাকা মহানগরীর গুলশান, ভাটারা ও বাড্ডা এলাকার বিভিন্ন আড়ৎ, কাঁচা বাজার ও ফার্মেসীতে অভিযান পরিচালিত হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লংঘ*নের অ*প*রাধে ৪টি প্রতিষ্ঠানকে১২০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এ প্রসঙ্গে অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বাবলু কুমার সাহা নির্ধারিত ও ধার্যকৃত মূল্যে চাল, ডাল, পেঁয়াজ, ঔ*ষধসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয়ের জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের অনুরোধ জানান।

এছাড়াও বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ভোক্তা স্বার্থ সংরক্ষণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল ও সহনীয় রাখতে ঢাকাসহ সারাদেশে অধিদপ্তরের তদারকি কার্যক্রম পরিচালনা করছে এবং এ ধারা অব্যাহত থাকবে মর্মে জানান তিনি।