স্টাফ রিপোর্টার
নড়াইলের নোয়াগ্রামের কুয়েতপ্রবাসী সৈয়দ মিজানুর রহমান (৫০) হ*ত্যা মামলার আসা*মি লোহাগড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ ফয়জুল আমির লিটুকে (৫১) গ্রেফতার করেছে সিআইডি পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে লিটুকে নড়াইল শহরের বাসা থেকে গ্রেফতার করা হয়।
এলাকাবাসী ও মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ২৭ এপ্রিল দুপুরে আ*ধিপ*ত্য বিস্তার নিয়ে নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রামে দুইপ*ক্ষের সংঘ*র্ষে কুয়েতপ্রবাসী সৈয়দ মিজানুর রহমানকে কু*পিয়ে হ*ত্যা করে প্রতিপক্ষরা।
মিজানুর নোয়াগ্রামের সৈয়দ সিদ্দিকুর রহমানের ছেলে এবং কুয়েত আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহ*ত হন। হ*ত্যাকান্ডের মাসখানেক আগে কুয়েত থেকে বাড়িতে আসেন মিজানুর রহমান।
এ হ*ত্যাকান্ডের ঘটনায় লোহাগড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সৈয়দ ফয়জুল আমির লিটুসহ ৪৯জনকে আসা*মি করে হ*ত্যাকান্ডের পরেরদিন লোহাগড়া থানায় মামলা দায়ের করা হয়। লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, রোববার বিকেলে সৈয়দ ফয়জুল আমির লিটুকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ।