নড়াইলে নতুন করে ২৩ জনের করোনা শনাক্ত, মোট ২২১ জন

0
56
করোনা
ছবিঃঃ করোনাভাইরাস

স্টাফ রিপোর্টার

নড়াইলে নতুন করে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে সিভিল সা*র্জন ডাঃ মোঃ আবদুল মোমেন বলেন, এর মধ্যে নড়াইল সদরে ৯জন ও লোহাগড়া উপজেলায় ১৪ জন নতুন করে করোনায় আক্রা’ন্ত হয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় চিকিৎসক, ব্যাংক কর্মকর্তা এবং পুলিশ ও হাইওয়ে পুলিশের সদস্যসহ মোট এ পর্যন্ত ২শত ২১জন করোনায় আক্রা’ন্ত হয়েছেন। এর মধ্যে সদরে ৭৪ জন, লোহাগড়ায় ১শত২৪জন ও কালিয়ায় ২৩ জন। এর মধ্যে ৬৭ সুস্থ্য হয়েছেন এবং ৭জন মা*রা গেছেন।

এখন ১শত ৪৭ জন পজিটিভ রয়েছে। আজ ৬১ টি নমুনা সংগ্রহসহ এ পর্যন্ত মোট ১হাজার ৭ শত ৪৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, ১ হাজার ৬শত ২৩ টি রির্পোট পাওয়া গেছে, বাতিল হয়েছে ১৭৫ টি। ১শত ৩৬ টি নমুনা পেন্ডিং রয়েছে।

এ পযর্ন্ত জেলায় ১৮২৩জন হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, ছাড়পত্র পেয়েছে ১৮২০ জন। আইসো*লেশনে রো*গীর সংখ্যা ১৫২ জন। হাসপাতালে ভর্তি রো*গীর সংখ্যা ১১ জন।