নড়াইলে খাদ্য বিভাগে দ্রুত চাল সরবরাহ করায় মিল মালিকদের সংবর্ধনা প্রদান

0
20
নড়াইলে খাদ্য বিভাগে দ্রুত চাল সরবরাহ করায় মিল মালিকদের সংবর্ধনা প্রদান
নড়াইলে খাদ্য বিভাগে দ্রুত চাল সরবরাহ করায় মিল মালিকদের সংবর্ধনা প্রদান

স্টাফ রিপোর্টার

নড়াইলে বোরো চাল -২০২০ মৌসুমের বরাদ্দের শতভাগ চাল খাদ্য বিভাগে দ্রুত সরবরাহ করায় মিল মালিকদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ সোমবার (৬ জুলাই) সদর উপজেলা খাদ্য গুদাম চত্বওে জেলা খাদ্য বিভাগ নড়াইলের আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়। প্রধান অতিথি জেলা প্রশাসক আনজুমান আরা মিল মালিকদের হাতে সংবর্ধনা স্বরূপ ক্রেষ্ট তুলে দেন।

এ সময় সরকারি খাদ্য গুদামে ধান বিক্রয়ের জন্য কৃষকদের ধানের মূল্য বাবদ চেক প্রদান করা হয়। সদরের ভওয়াখালীর মোল্যা ট্রেডার্সের মালিক আমিনুর রহমান, লোহাগড়া উপজেলার দীঘলিয়ার মেসার্স সোহেলী অটো রাইস মিলের মালিক মোঃ মিরাজ হোসেন এবং একই উপজেলার নলদীর মোল্যা রাইস মিলের মালিক মোঃ আহাদ মোল্যাকে সংবর্ধনা প্রদান করা হয়।

জেলা খাদ্য কর্মকর্তা শেখ মনিরুল হাসানের সভাপতিত্বে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, জেলা মিল মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নানসহ জেলা খাদ্য বিভাগের কর্মকর্তা, কর্মচারি, মিল মালিকগনসহ গনমাধ্যম কর্মিরা এ সময় উপস্থিত ছিলেন। এবছর জেলার তিনটি উপজেলার মোট ৪৩ জন মিল মালিকের কাছ থেকে সিদ্ধ চাউল ৪ হাজার ৮৬ মেট্রিক টন এবং আতপ চাউল ৩ শত ৭৬ মেট্রিক টন সংগ্রহ করা হবে।