রিজেন্টের মালিক সাহেদের বিরু*দ্ধে গ্রেফতারি পরোয়ানা

969
41
রিজেন্টের মালিক সাহেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
রিজেন্টের মালিক সাহেদের বিরু*দ্ধে গ্রেফতারি পরোয়ানা

ডেস্ক রিপোর্ট

অর্থ আ*ত্মসাতের দুই মামলায় রিজেন্টের মালিক সাহেদের বিরু*দ্ধে গ্রেফতারি পরো*য়ানা জারি করেছেন আদালত। সোমবার (১৩ জুলাই) মামলা আমলে নিয়ে এ গ্রেফতারি পরো*য়ানা জারি করেন ঢাকা মহানগর হাকিম মঈনুল ইসলাম। আগামী ১৩ আগস্ট গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য মামলার পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

বাসস সূত্র অনুযায়ী, মামলার বাদি পক্ষের আইনজীবী মনির হোসেন বলেন, মামলার বাদি সাইফুল ইসলাম মাসুদ রাজধানীর কারওয়ান বাজারের মাসুদ এন্টার প্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের মালিক। মামলার আসা*মি সাহেদ বাদির দোকান থেকে বিভিন্ন সময় র’ড ও সিমেন্টসহ বিভিন্ন মালামাল নিতেন। মালামালের টাকা এক সময় দাড়ায় ৩ কোটি ৬৮ লাখ টাকা। সাহেদ টাকা না দেয়ায় এ মামলা করা হয়।

এদিকে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম গত ৬ জুলাই সাহেদের মালিকানাধীন রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে ভু*য়া করোনা পরীক্ষার রিপোর্ট, করোনা চিকিৎসার নামে রো*গীদের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অনি’য়ম উঠে আসে।

পরে শনিবার সন্ধ্যায় উত্তরা ১১ নম্বর সেক্টরে রিজেন্ট হাসপাতালের প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে গুরুত্বপূর্ণ আলামতসহ মামলার প্রধান আসা*মী ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদের পাসপোর্ট জব্দ করা হয়েছে। অভিযানকালে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম উপস্থিত ছিলেন।

সাহেদের নামে ৩২টি মামলা রয়েছে। অভিযানের পর তার বিরু*দ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়। ভু*ক্তভো*গীরা র‌্যাব ও থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করছেন। সর্বশেষ ২৩টি মামলার হদিস পাওয়া গিয়েছে। সবমিলিয়ে, সাহেদের বিরু*দ্ধে ৫৬টি মামলা রয়েছে। এর অধিকাংশ মামলাই প্রতা*রণা ও ব্যবসায়িক জা*লি*য়াতি সংক্রান্ত। ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এসকল তথ্য নিশ্চিত করেছেন।