নড়াইলে নতুন করে ২৬জনের করোনা শনাক্ত, শনাক্তের র্শীষে নড়াইল পৌরসভা

0
74
করোনা
ছবিঃঃ করোনাভাইরাস

স্টাফ রিপোর্টার

নড়াইলে মঙ্গলবার (২৮ জুলাই) গত ২৪ ঘন্টায় পানি উন্নয়ন র্বোডের তিন কর্মকর্তা, এক সেনা সদস্য ও এক পুলিশ সদস্য সহ নতুন করে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সা*র্জন ডাঃ মোঃ আবদুল মোমেন।

এর মধ্যে নড়াইল সদর উপজেলায় ১২ জন, লোহাগড়া উপজেলায় ১০জন এবং কালিয়া উপজেলায় ৪জনের করোনা শনাক্ত হয়েছে। তিনি বলেন, এ নিয়ে নড়াইল জেলায় এ পর্যন্ত জেলার পুলিশ সুপারসহ ২৭জন পুলিশ সদস্য, ২৯জন সেনা সদস্য ও ১৩জন চিকিৎসকসহ স্বাস্থ্য বিভাগের ৫০জন, সর্বমোট ৬৮১জনের করোনা শনাক্ত হয়েছে।

এর মধ্যে ১২চিকিৎসকসহ ৩৫৪জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন এবং ১১জন মা*রা গেছেন। তিনি বলেন, আক্রা’ন্তদের মধ্যে ২২জন হাসপাতালে ও অন্যদের নিজ নিজ বাসায় আইসো*লেশনে রাখা হয়েছে এবং তারা সুস্থ্য আছেন। জেলায় শনাক্তের শীর্ষে নড়াইল পৌরসভা আছে। সদরের শনাক্তের ১২ জনের মধ্যে ৭জনই পৌরসভার। অপরদিকে লোহাগড়া উপজেলার শনাক্তের ১০ জনের মধ্যে ৫জন লোহাগড়ার পৌর এলাকার।