নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ

370
13
নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ
নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার

নড়াইলে করোনাভাইরাস প্রতিরোধে এপেক্স ক্লাবের পক্ষ থেকে নড়াইল এক্সপ্রেস ফাউনডেশনকে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২৯জুলাই) দুপুরে নড়াইল এক্সপ্রেস হে’ল্থ কেয়ার সেন্টার ও শরীফ আব্দুল হাকিম ডা’য়াবেটিক হাসপাতাল চত্বরে নড়াইলের এপেক্স ক্লাব পিপিই, নে*বুলাইজার ও মাস্ক বিতরণ করা হয়।

এ সময় নড়াইল এক্সপ্রেস ফাউনডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক, কোষাধ্যক্ষ মীর্জা নজরুল ইসলাম, এমএম কামরুল আলম, মোঃ ফারুক হোসেন, হায়দার আপন, এপেক্স ক্লাবের কর্মকর্তা অ্যাডভোকেট শওকত আলী পিন্টু, আসাদুজ্জআমান শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।