চাঁদা না পেয়ে ক্র*সফা*য়ারের হু*মকি, ৭ পুলিশসহ ৮ জনের বিরু*দ্ধে মামলা

338
8
চাঁদা না পেয়ে ক্র*সফা*য়ারের হু*মকি, ৭ পুলিশসহ ৮ জনের বিরু*দ্ধে মামলা
বায়েজিদ বোস্তামী থানা

ডেস্ক রিপোর্ট

চাঁ*দা না পেয়ে ক্র*সফা*য়ারের হু*মকি দেয়ার অভিযোগে মামলা হয়েছে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানার আট পুলিশ সদস্যের বিরু*দ্ধে। বুধবার মো. আব্দুল ওয়াহেদ নামে এক ব্যবসায়ী অতিরিক্ত প্রধান মহানগর হাকিম মহিউদ্দিন মুরাদের আদালতে মামলাটি করেন। শুনানি শেষে আদালত মামলাটি নগর পুলিশের ডিসি (উত্তর) বিজয় বসাককে তদন্তের নির্দেশ দিয়েছে।

অভিযু*ক্তরা হলেন- ওসি (তদন্ত) মোহাম্মদ সহিদুল ইসলাম, এসআই মোঃ নুর নবী, এসআই গোলাম মোহাম্মদ নাছিম হোসেন, এএসআই অমিত ভট্টাচার্য, এএসআই মো. শরিফুল ইসলাম, এএসআই আশরাফুল ইসলাম, কনস্টেবল মো. সোলাইমান, কনস্টেবল ফৌজুল করিম এবং পুলিশের সোর্স হিসেবে পরিচিত মো. রুবেল।

বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ আলমগীর বলেন, ১৩ জুলাই বায়েজিদ বোস্তামীর জামাল কলোনি এলাকায় বাড়ি থেকে আব্দুল ওয়াহেদকে তুলে নিয়ে থানায় নিয়ে তাকে মা*রধ*র এবং দুই লাখ টাকা চাঁ*দা দা*বি করেন অভি*যুক্তরা। ওয়াহেদকে চাঁ*দা না দিলে ক্র*সফা*য়ারের হু*মকি দেখানো হয়। এছাড়া ইয়া*বা উ*দ্ধারের অভি*যোগ এনে আব্দুল ওয়াহেদকে আদালতে পাঠানো হয়। আদালত তাকে কা*রাগারে পাঠায়। সম্প্রতি আব্দুল ওয়াহেদ ওই মামলায় জামিন পেয়ে কা*রামুক্ত হন।