স্টাফ রিপোর্টার
নড়াইল সদর উপজেলার নির্বাচিত জলাশয়ে ও বিলে মৎস্য অধিদপ্তরের ২০২০-২০২১ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় মৎস্য পোনা অবমু’ক্তকরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সদর উপজেলা মৎস্য অফিস, নড়াইলের আয়োজনে সরকারি শিশু পরিবার ও সদর উপজেলা পরিষদ পুকুরে মৎস্য পোনা অব’মুক্ত করে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনজুমান আরা।
উপজেলার ২৩ টি প্রতিষ্ঠানের জলাশয়ে মোট ৩শত৭৮ কেজি কার্প জতীয় মৎস্য পোনা অবমু*ক্তকরণ করা হয়। সদর উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ এনামুল হকের সভাপতিত্বে জেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফারুকুল ইসলাম, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কৃষ্ণা রায়, সমাজসেবা কার্যালয়, নড়াইলের উপ-পরিচালক রতন কুমার হালদার, সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাধায়ক মোঃ আসাদুজ্জামান, জেলা ও উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, মৎস্য সংশ্লিষ্ট কাজে নিয়োজিত ব্যক্তিবর্গসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।