মসজিদ বি*স্ফো*রণে আরো ১ জনের মৃ*ত্যু, মোট ২৯ জন

217
13
নারায়ণগঞ্জে মসজিদে বি'স্ফো'রণঃ ক্রমশ বাড়ছে মৃ*তের সংখ্যা, ২১
নারায়ণগঞ্জে মসজিদে বি'স্ফো'রণঃ ক্রমশ বাড়ছে মৃ*তের সংখ্যা

নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে বি*স্ফো*রণের ঘটনায় দ*গ্ধ আরো একজনের মৃ*ত্যু হয়েছে। এ নিয়ে মৃ*তের সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে। শেখ হাসিনা বা*র্ন ইনস্টিটিউটে চিকি*ৎসাধীন অবস্থায় আব্দুস সাত্তার নামে আরো একজনের মৃ*ত্যু হয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় শেখ হাসিনা জাতীয় বা*র্ন অ্যান্ড প্লা*স্টিক সা*র্জারি ইনস্টিটিউটে আই*সিইউতে চিকিৎ*সাধীন অবস্থায় মা*রা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সা*র্জন পার্থ সংকর পাল।

এর আগে, বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের জানান, চিকিৎ*সাধীন সবারই যেহেতু শ্বা*সনা*লী পু*ড়ে গেছে তাই কার কত শতাংশ পু*ড়েছে সেটা ততোটা গুরুত্বপূর্ণ নয়। শ্বা*সনা*লী পো*ড়া কেউই শ*ঙ্কামুক্ত থাকেন না। বি*স্ফো*রণের ঘটনায় এখন পর্যন্ত দ*গ্ধ ৩৭ জনের মধ্যে চিকি*ৎসাধীন অবস্থায় ২৯ জনই মা*রা গেছেন। আর একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকি ৮ জনের চিকি*ৎসা চলছে।