নড়াইলে শি’শু ধ*র্ষণের ঘটনায় মে’ডিকেল রি’পোর্ট পরিবর্তনের অভিযোগে মানবন্ধন

4
62
নড়াইলে শি'শু ধ*র্ষণের ঘটনায় মে'ডিকেল রি'পোর্ট পরিবর্তনের অভিযোগে মানবন্ধন
নড়াইলে শি'শু ধ*র্ষণের ঘটনায় মে'ডিকেল রি'পোর্ট পরিবর্তনের অভিযোগে মানবন্ধন

স্টাফ রিপোর্টার

নড়াইলের উজিরপুর এলাকায় চা’র ব’ছরের শি’শু ধ*র্ষণের ঘটনায় মে’ডিকেল রি’পোর্ট পরিবর্তনের অভিযো*গে এবং সঠিক রি’পোর্ট প্রণয়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উজিরপুর এলাকাবাসীর আয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠন টিম তারুণ্য হানড্রেড এর সহযোগিতায় নড়াইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন স্বেচ্ছাসেবী সংগঠন টিম তারুণ্য হানড্রেড প্রতিষ্ঠাতা রাসেল বিল্লাহ, শি*শুর পিতা, উজিরপুর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান খন্দকারসহ অনেকে। বক্তারা বলেন, ঐ শি*শুকে হাসপাতালে ভ’র্তির সময় কর্তব্যরত ডাক্তার অভিজ্ঞ মহিলা না’র্সের সহযোগিতায় প্রাথমিক প*রীক্ষা শেষে ধ*র্ষণের আলা’মত আছে বলে জানান।

কিন্তু পরবর্তিতে ধ*র্ষক অপু বিশ্বাসের পিতার অ’র্থের জো*রে হাসপাতাল থেকে ধ*র্ষণের রির্পোট পরিবর্তন করে দেয়া হয়। অবিলম্বে এ সঠিক রি’পোর্ট না দেয়া হলে এ ব্যাপারে বৃহত্ত’র কর্মসূচি গ্রহণ করা হবে বলেও মানববন্ধনে জানানো হয়।