নড়াইলে আরিফের হ’ত্যার আ’সা’মীদের গ্রেফ’তার ও ফাঁ’সির দা’বিতে বিক্ষো’ভ

2
25

স্টাফ রিপোর্টার

নড়াইলের জামরিলডাঙ্গা গ্রামের আরিফ খন্দকারের হ’ত্যাকা’রিদের ফাঁ’সির দা’বিতে বি’ক্ষো’ভ মি’ছিল ও মানববন্ধন হয়েছে। মঙ্গলবার (০৬ অক্টোবর) কালিয়া উপজেলার জামরিলডাঙ্গা এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন নিহ’ত আরিফের ভাই ও হ’ত্যা মা’ম’লার বা’দি ইরুপ খন্দকার, পেড়লী ইউপি’র চেয়ারম্যান ফোরকান শেখ, নিহ’ত আরিফের বোন মিনি বেগম, কালাম গাজী, খলিল মোল্যা প্রমুখ।

মানববন্ধন চলাকালে বক্তারা বাকী আ’সা’মীদের গ্রেফ’তার পূর্বক দৃ’ষ্টান্তমুলক শা’স্তির দা’বি জানান। গত ২৬ সেপ্টেম্বর রাতে জামরিলডাঙ্গা গ্রামের বাবুল মোল্যার বাড়ির পাশে স’ন্ত্রা’সীরা তাকে কু’পিয়ে মৃ’ত্যু নিশ্চিত করে র’ক্তা’ক্ত অবস্থায় ফে’লে যায়। ওই রাতেই খুলনা মে’ডিকেল কলেজ হাসপা’তালে নেয়ার পথে তার মৃ’ত্যু হয়। হ’ত্যাকা’ন্ডের শি’কার আরিফ খন্দকার (৪৫) কালিয়া উপজেলার পিরোলী ইউনিয়নের জামরিলডাঙ্গা গ্রামের নুরুল খন্দকারের ছেলে।

এ ঘটনায় নিহ’ত আরিফ খন্দকারের ভাই ইরুপ খন্দকার ২৮ সেপ্টেম্বর বিকেলে কালিয়া থানায় মা’ম’লা দা’য়ের করেন। মা’ম’লার আ’সা’মীরা হলেন, জামরিলডাঙ্গা গ্রামের বাবলু মোল্যা, মনিরুল মোল্যা, দিলু মোল্যা, ইনামুল মোল্যা, রাহুল মোল্যা, রিঙ্কু মোল্যা, ওমর মোল্যা, ইবাদ মোল্যা, বাদল মোল্যা, লাভলু শেখ, ওহিদ শেখ, জাহিদুল মোল্যা, ওহাব মোল্যা, জামাল মোল্যা, মশিয়ার মোল্যা সহ অ’জ্ঞা’ত ৮/৯ জন।

আ’সা’মীদের মধ্যে মনিরুল ও ওহাব গ্রে’ফ’তার হলেও অন্যান্যরা প’লা’তক রয়েছেন। মানববন্ধন শেষে এলাকার লোকজন আ’সা’মীদের ফাঁ’সির দা’বিতে বিক্ষো’ভ করেন। মানববন্ধন চলাকালে পরিবারের লোকজন বি’চারের দা’বী চেয়ে স্বজন হা”?রা’নোর বেদনায় কা’ন্নায় ভে’ঙ্গে প’ড়েন।