স্টাফ রিপোর্টার
নড়াইলে ফ্রি মে’ডিকেল ক্যা’ম্প অনুষ্ঠিত হয়েছে। সদর হাসপাতালের সামনে হে’লথ কে’য়ার ডায়া’গনো’স্টিক সেন্টার এন্ড ক’নসালটেশন সেন্টারে বুধবার (৭ অক্টোবর) সকাল ১০ টা থেকে বিকেল পর্যন্ত সামসুন্নাহার ফাউন্ডেশনের আয়োজনে এ মে’ডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে ১শ সাধারণ ও দ’রিদ্র মানুষকে চিকি’ৎসাপত্র এবং প্রয়োজনীয় ও’ষু’ধ দেওয়া হয়। দিনব্যাপি মে’ডিকেল ক্যা’ম্পে সেবা প্রদান করেন নড়াইল সদর হাসপা’তালের মে’ডিকেল অফিসার ডা. মিনারুল হোসেন।
এ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ এসানুল বারী রুপম বলেন, তার মা’য়ের নামে এ ফাউন্ডেশনের প্রধান লক্ষ্য দ’রিদ্র মানুষের পাশে থেকে সাহা’য্যের হা’ত বাড়িয়ে দেওয়া। সম্প্রতি করোনায় কর্মহী’ন হয়ে পড়া ১ হাজার মানুষকে খাদ্য সহা’য়তা দেওয়া হয় বলে জানান।