স্টাফ রিপোর্টার
শি’শুদের বিভিন্ন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণের মধ্যদিয়ে নড়াইলে শেষ হয়েছে বিশ্ব শি’শু দিবস ও শি’শু অধিকার সপ্তাহ। রবিবার সকালে জেলা শি’শু একাডেমী চত্বরে সমাপণী অনুষ্ঠানে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, খেলাধুলা, ছড়াপাট, সঙ্গীতসহ বিভিন্ন প্রতি’যোগিতায় বিজ’য়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবীর।
জেলা শি’শু বিষয়ক কর্মকর্তা মোঃ ওয়ালিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা ইউসুফ আলী, জেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী রাবেয়া ইউসুফসহ শি’শু একাডেমির শিক্ষক, অভিভাবক ও প্রতিযোগীরা উপস্থিত ছিলেন।
দেশাত্ববোধক গানে ক-গ্রুপে নড়াইল সরকারি উচ্চ বা’লিকা বিদ্যালয়ের ঈপ্সিতা বকসী, প্রথম, খ-গ্রুপে একই বিদ্যালয়ের পূর্বা সোম, প্রথম এবং চিত্রাংকনে ক-গ্রুপে চি’লড্রেন ভয়েস্ স্কুলের হাসিবুল ইসলাম, প্রথম, খ-গ্রুপে- শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাশউদা রাহমান ও গ-গ্রুপে নড়াইল সরকারি উচ্চ বা’লিকা বিদ্যালয়ের সামীন নূর প্রথম স্থান লাভ করে। নড়াইল জেলা প্রশাসন ও জেলা শি’শু একাডেমির আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।