স্টাফ রিপোর্টার
৯০-এর গণ আ’ন্দোলনের ছাত্রনেতা শ’হীদ চয়ন মল্লিকের ২৯তম মৃ’ত্যুবার্ষিকী নড়াইলে পালিত হয়েছে। প্র’য়াত এ নেতার মৃ’ত্যুবার্ষিকীতে বিভিন্ন কর্মূসূচির মধ্যে ছিল শ’হীদ চয়নের স্মৃ’তিস্ত’ম্ভে পুস্পস্তবক অ’র্পণ, কা’লো ব্যাচ ধারণ, শো’কর্যালী এবং স্ম’রণ সভা।
শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় এ উপলক্ষে জেলা ছাত্রলীগ, ৯০এর গণ আ’ন্দোলনের সহযো’দ্ধা এবং শ’হীদ মানিক ও চয়ন স্মৃ’তি সংসদ নড়াইল ভিক্টোরিয়া কলেজ চত্বরে শ’হীদ চয়ন মল্লিকের স্মৃ’তিস্ত’ম্ভে পুস্পস্তবক অ’র্পণ করে। পরে স্মৃ’তিস্ত’ম্ভের সামনে জেলা ছাত্রলীগের সামনে জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক নেতা ফরহাদ হোসেন, আওয়ামী লীগ নেতা ও পৌর কাউন্সিলর শরফুল আলম লিটু, হাফিজ খান মিলন, মিটুল কুন্ডু, এ্যাডভোকেট কাজী বশিরুল হক, এ্যাডভোকেট মাহমুদুল হাসান কয়েচ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশ প্রমুখ।
বক্তারা ৯০-এর গণ আ’ন্দোলনের অন্যতম নেতা ৯১সালের ১৬অক্টোবর ছাত্রদলের স’ন্ত্রা’সীদের হা’তে নিহ’ত ছাত্রলীগ নেতা চয়ন মল্লিক হ’ত্যার পুনঃ বিচা’রের দা’বি জানান।