নিউজ ডেস্ক
সাবে’ক অ্যা’টর্নি জে’নারেল ও সুপ্রিম কোর্টের জ্যে’ষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক (৮৫) মা’রা গে’ছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপা’তালে চিকি’ৎসাধীন অ’ব’স্থায় তার মৃ’ত্যু হয়। আদ-দ্বীন হাসপা’তাল কর্তৃপক্ষ তার মৃ’ত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ব্যারিস্টার রফিক-উল হকের র’ক্ত শূ’ন্যতা ও প্র’স্রা’বের স’মস্যাসহ বা’র্ধক্যজ’নিত জ’টিলতা দে’খা দিলে তাকে মগবাজারের আদ-দ্বীন হাসপা’তালে ভ’র্তি করা হয়। শনিবার (১৭ অক্টোবর) তিনি কিছুটা সু’স্থবো’ধ করলে সকালের দিকে রি’লিজ নিয়ে বাসায় ফিরে যান। অব’স্থার অ’বন’তি হলে এদিন দুপুরের পরপরই আবার তাকে হাসপা’তালে ভ’র্তি করা হয়।
ব্যারিস্টার রফিক-উল হক ১৯৩৫ সালের ২ নভেম্বর কলকাতার সুবর্ণপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৯০ সালের ৭ এপ্রিল থেকে একই বছরের ১৭ ডিসেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশের অ্যা’টর্নি জে’নারেল ছিলেন। তিনি ছিলেন রাষ্ট্রের ষষ্ঠ প্রধান আ’ইন কর্মকর্তা।