স্পোর্টস ডেস্ক
সব ধরনের ক্রিকেটে থেকে সাকিব আল হাসানের নিষে’ধা’জ্ঞায় হতা’শ হয়েছিলো ক্রিকেট বিশ্ব। তবে বুধবার (২৮ অক্টোবর) তার নিষে’ধা’জ্ঞার মেয়াদ শে’ষ হয়েছে। অর্থাৎ ক্রিকেটে ফিরতে সাকিবের আর কোন বাঁ’ধা থাকলো না।
নিষে’ধা’জ্ঞা শে’ষ হবার পর ক্রিকেট মাঠে ফেরার অপেক্ষায় থাকা সাকিব আল হাসানকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। আশা করা হচ্ছে, পুর’নো রূপেই দেখা যাবে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে।
বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের প্রত্যা’বর্তনে সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবকে নিয়ে বিভিন্ন ছবি পোস্টের ঝ’ড় উ’ঠেছে। সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম থেকে শুরু করে যুব দলের ক্রিকেটাররাও সাকিবকে স্বাগত জানিয়েছেন। বিশ্বের আনাচে-কানাচে থাকা তার ভক্তরা সাকিবের প্রত্যাবর্তন উদযাপন করেছেন।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক গেল এক বছর নি’ষি’দ্ধ ছিলেন সাকিব। নিষে’ধা’জ্ঞা শেষে আজ থেকে খেলার জন্য উন্মুক্ত হয়ে গেলেন তিনি। ফেসবুকে মুশফিকুর রহিম লিখেছেন, ‘ত’রুণ বয়সে আমরা একসঙ্গে ক্যারিয়ার শুরু করেছিলাম এবং কখনও পেছনে তাকাতে হয়নি। গত বছর এটা শুনে খুব বড় ধা’ক্কা খে’য়েছিলাম যে আমরা এক বছরের জন্য আর ড্রে’সিংরুম ভা’গাভা’গি করতে পারবো না। আমাদের কত চমৎকার স্মৃ’তি, ভালো সময়ে এক সাথে ছিলাম এবং ক’ঠিন সময়েও। আমি খুব আনন্দিত যে, এক বছর শেষ এবং একসাথে আবার মা’ঠে না’মবো। তুমি সব সময় একজন চ্যাম্পিয়ন হয়ে ফিরে এসেছো এবং তোমার সাথে আরও বেশি বেশি ম্যাচ জয়ী জু’টি গ’ড়ার জন্য আর অপেক্ষা স’ইছে না আমার। ইনশাল্লাহ, এক সাথে আমরা দেশের জন্য আনন্দ বয়ে আনবো।’ সতীর্থ মাহমুদউল্লাহ রিয়াদ লিখেছেন, ‘স্বাগতম চ্যাম্প।’
সাকিবকে নবাব (কিং) বলে অভিহিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপজয়ী পেসার শরিফুল ইসলাম। তিনি লিখেছিলেন, ‘নবাবকে স্বাগতম- সাকিব ভাই।’ যেখানে পড়াশোনা ও ক্রিকেট শিখেছেন সাকিব, সেই বিকেএসপি লিখেছে, ‘সাকিব আল হাসানকে স্বাগতম। ইনশাআল্লাহ, নবাব আবার বিশ্ব ক্রিকেটে রা’জত্ব করবেন!’
উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান আবারও সাকিবের গ’র্জন শুনতে চান। অনুশীলন থেকে ফিরে সাকিবের ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, ‘ক্রিকেট গ্রাউন্ডে ভাইকে স্বাগতম।’ সাকিবের সাথে উইকেট উদযাপন করা কা’টার মাস্টার মুস্তাফিজুর রহমান পোস্ট করে লিখেছেন, ‘স্বাগতম, সাকিব ভাই।’
টেস্ট ম্যাচের দু’জনের একসঙ্গে ছবিসহ হা’র্টের ইমোজি দিয়ে সৌম্য সরকার লিখেছেন, ‘স্বাগতম ভাই।’ সাকিবকে কিংবদন্তি হিসেবে উল্লেখ করে লিটন কুমার দা’স পোস্টে লিখেছেন, ‘স্বাগতম, কিংবদন্তি।’ সাকিবের সাথে তোলা একটি ছবি পোস্ট করে ইমরুল কায়েস লিখেছেন ‘আবার আইয়া পড়ো সাকিব।’ মোহাম্মদ সাইফ উদ্দিন লিখেছেন, ‘এটা আমার প্রথম ওয়ানডে সিরিজের তোলা ছবি, আফ্রিকা স’ফরে। ছোটবেলা থেকেই তাদের খেলা দেখেই বড় হয়েছি এবং এক প্রকার আর পাঁচটা দর্শকের মতো আমিও তার বড় ফ্যান। ইনশাল্লাহ যদি কখনও টে’স্ট অভিষেক হওয়ার সুযোগ হয়, আমার ইচ্ছা আছে তার কাছ থেকেই টে’স্ট ক্যাপটা নেয়ার। সুস্থভাবে নি’রাপদে দেশে ফিরে আসেন ভাই, মাঠের মানুষকে আবারো মাঠে দেখার অপে’ক্ষায় রইলাম।’
মিডল অর্ডার ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেনের পোস্ট, ‘রাজা ফিরেছে, স্বাগতম সাকিব ভাই।’ ‘স্বাগতম ভাই’- লিখেছেন সাব্বির রহমানও। সাকিবকে জীবন্ত কিংবদন্তি বলে আখ্যায়িত করেছেন স্পি’নার মেহেদি হাসান মিরাজ। তিনি লিখেছেন, ‘স্বাগতম, সাকিব ভাই! আবারও একই দলে আপনার সাথে খেলতে অধীর অপেক্ষায় আছি। আপনার মতো জীবন্ত কিংবদন্তির সাথে ড্রে’সিংরুম ভা’গাভা’গি করা অনেক বড় পাওয়া। আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং এখনও অনেক কিছু শেখার বাকি আছে। আশা করি খুব শিগগিরই বাংলাদেশের জন্য এক সাথে খেলতে পারবো।’ (সূত্রঃ বাসস)