তুরস্কে শ’ক্তিশা’লী ভূমিক’ম্পে নিহ’ত মানুষের সংখ্যা বেড়ে ৭১

656
9
তুরস্কে শ'ক্তিশা'লী ভূমিক'ম্পে নিহ'ত মানুষের সংখ্যা বেড়ে ৭১
তুরস্কে শ'ক্তিশা'লী ভূমিক'ম্পে নিহ'ত মানুষের সংখ্যা বেড়ে ৭১

আন্তর্জাতিক ডেস্ক

তুরস্কের এজিয়ার অঞ্চলে শ’ক্তিশা’লী ভূমিক’ম্পে নিহ’তের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে। ভূমিক’ম্পে আহ’ত হয়েছেন ৯৪৯ জন। শুক্রবার তুরস্কের তৃতীয় বৃহত্তম শহর ইজমির প্রদেশে প্রায় ৭ (৬.৯ অথবা ৬.৬) মাত্রার শক্তিশালী ওই ভূমিক’ম্প আঘা’ত হা’নে। রোববার হ’তাহ’তের খবর নিশ্চিত করেছেন দেশটির স্বা’স্থ্যমন্ত্রী ফাহরেতিন কোকা।

সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ভূমিকম্পটি আঘা’ত হানার পর উ’দ্ধা’র অভিযা’ন শুরু হয়। রোববারও উ’দ্ধা’র অভিযা’ন চলে। যা এখনো অব্যাহত রয়েছে। ধ্বং’সস্তূ’প থেকে এ পর্যন্ত ৭১ জনকে মৃ’ত উ’দ্ধা’র করা হয়েছে। এছাড়া এক বৃ’দ্ধাকে জী’বিত উ’দ্ধা’র করা হয়। গতকাল তিন শি’শুসহ এক *মা’কেও উ’দ্ধা’র করা হয়েছিল। তবে জী’বিত মানুষের চেয়ে প্রতিদিন অনেক ম’রদে’হ উ’দ্ধা’র হচ্ছে।

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, ভূমিক’ম্পে যাদের বাড়িঘর ধ্বং’স হয়ে গেছে তাদের জন্য দ্রুত নতুন বাড়ি নির্মাণ করা হবে। ঘরবাড়ি হা’রানো মানুষদের জন্য অস্থা’য়ী বসতি এবং খাবার রান্নার ব্যবস্থা করা হয়েছে।