সারাদেশে বাজার তদা’রকি, ১০৭টি প্রতিষ্ঠানকে জরিমানা

5
11
সারাদেশে বাজার তদা'রকি, ১০৭টি প্রতিষ্ঠানকে জরিমানা
সারাদেশে বাজার তদা'রকি, ১০৭টি প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার

ঢাকাসহ সারাদেশে আলু, চাল, পেঁয়াজ, সয়াবিন তেলসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের পাইকারি ও খুচরা বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযা’নে ১০৭টি প্রতিষ্ঠানকে ৬ লক্ষ ৯৯ হাজার ৫ শত টাকা জরিমা’না আরো’প ও আ’দায় করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ঢাকা মহানগরসহ সারাদেশে এ অভিযা’ন পরিচালিত হয়।

সোমবার (২ নভেম্বর) বাণিজ্যমন্ত্রী জনাব টিপু মুনশি এমপি এর সার্বিক নির্দেশনায় ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ জাফর উদ্দীন এর পরামর্শ এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা কর্তৃক প্রদত্ত ক্ষ’মতাবলে ঢাকা মহানগরীর কাওরান বাজার, গুলশান-১ শপিং সেন্টার, গুলশান-২ বাজার, বনানী বাজার ও মহাখালী বাজারে অভিযান পরিচালনা করেন প্রধান কার্যালয়ের উপপরিচালক মো: মাসুম আরেফিন, বিকাশ চন্দ্র দাস ও প্রনব কুমার প্রামানিক। এছাড়াও ঢাকার বাইরে বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে বিভিন্ন বাজারে তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে।

তদারকিকালে আলু, চাল, পেঁয়াজ, সয়াবিন তেল, আদাসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য যৌক্তিক মূল্যে বিক্রয় হচ্ছে কিনা তা মনিটরিং করা হয়। এছাড়া পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মূল্য তালিকার সাথে বিক্রয় রশিদের গরমি’ল, পণ্যের ক্রয় রসিদ সংরক্ষণ না করা, মেয়া’দ উ’ত্তীর্ণ ঔ’ষধ ও পণ্য, নক’ল পণ্য, ওজনে কার’চুপিসহ ভোক্তাস্বা’র্থ বি’রোধী বিভিন্ন অ’পরা’ধে সারাদেশ ১০৭ টি প্রতিষ্ঠানকে ৬,৯৯,৫০০/- টাকা জরিমা’না আরো’প ও আদা’য় করা হয়। তদারকিকালে চাল, আলু, পেঁয়াজের মূল্য নিয়ে কারসা’জি না করা এবং বা’ধ্যতামূলকভাবে পণ্যের ক্রয় রসিদ সংরক্ষণের বিষয়ে ব্যবসায়ীদের স’তর্ক করা হয়।

এ প্রসঙ্গে অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা বলেন ভোক্তা স্বা’র্থ সুরক্ষায় নিয়মতান্ত্রিক ও নৈতিকতার সাথে ব্যবসা পরিচালনাকে এ অধিদপ্তর সবসময়ই স্বাগত জানায়। কিন্তু অসা’ধু ও অনৈ’তিক যে কোন কাজের ক্ষেত্রে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জিরো টলা’রেন্স প্রদর্শন করবে। ভোক্তাস্বা’র্থ সংরক্ষণে দেশব্যাপী অধিদপ্তরের অভিযা’ন চলছে এবং এ ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।