নড়াইলে বিশ্ব ডায়া’বেটিস দিবস পালিত

0
13
নড়াইলে আন্তর্জাতিক ডায়া'বেটিস দিবস পালিত
নড়াইলে আন্তর্জাতিক ডায়া'বেটিস দিবস পালিত

স্টাফ রিপোর্টার

নড়াইলে বিশ্ব ডায়াবে’টিস দিবস পালিত হয়েছে। আজ ১৪ নভেম্বর (শনিবার) নড়াইল ডায়া’বেটিক সমিতি মাছিমদিয়ার আয়োজনে সকাল হতে ডায়াবেটিস রো’গীদের ফ্রিতে র’ক্ত পরী’ক্ষা করা হয়। আলোচনার পূর্বে সমিতির চত্বরে এক র‌্যালি অনুষ্ঠিত হয়। বেলা ১২টায় নড়াইল ডা’য়াবেটিক সমিতি মাছিমদিয়ায় প্রতিষ্ঠিত সমিতির সভাকক্ষে এ্যাডঃ মোঃ ইকবাল হোসেন সিকদারের এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পিপি এ্যাডঃ মোঃ আলমগীর সিদ্দিকী, ডাঃ শ্যামল কৃষ্ণ সাহা, ডাঃ দীপ বিশ্বাস, প্রফেসার আঃ রহিম, আঃ মান্নান প্রমুখ। বক্তারা বলেন ভালো স্বা’স্থ্য সু’স্থ জী’বনের প্র’তীক। ডায়াবে’টিস রো’গের ব্যাপারে সচে’তনতা বেশী প্রয়োজন। সমিতিতে ১০৫ জন রো’গীকে ফ্রি র’ক্ত প’রীক্ষা করা হয়।

এছাড়া জেলা স্বা’স্থ্য বিভাগের আয়োজনে এ উপলক্ষে সংক্ষিপ্ত আকারে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালীটি নড়াইল সিভিল সা’র্জন অফিস চত্বর প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরে সিভিল সা’র্জন অফিসের সভাকক্ষে সদর উপজেলা স্বা’স্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কুমারের সভাপতিত্বে ডাঃ শফিক তমাল, ডাঃ কাজল মল্লিক, সিভিল সা’র্জন অফিসের কর্মকর্তা মোল্যা ফোরকান, ডাক্তার, নার্সসহ সিভিল সা’র্জন অফিসের কর্মকর্তা, কর্মচারিসহ বিভিন্ন শ্রেণী পেশার এ সময় উপস্থিত ছিলেন। “ডায়াবে’টিস সেবায় পার্থক্য আনতে পারেন নার্সরাই ” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে বিশ্ব ডায়া’বেটিস দিবস পালিত হয়েছে।