নড়াইলে “ফা’য়ার সপ্তাহ ২০২০”এর উদ্বোধন

2
12
নড়াইলে “ফা'য়ার সপ্তাহ ২০২০”এর উদ্বোধন
নড়াইলে “ফা'য়ার সপ্তাহ ২০২০”এর উদ্বোধন

স্টাফ রিপোর্টার

নড়াইলে “ফায়ার সপ্তাহ ২০২০” (১৯-২১ নভেম্বর) এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নড়াইল জেলা ফা’য়ার সার্ভিস ও সিভিল ডিফে’ন্স এর কার্যালয় চত্বরে এ সপ্তাহের উদ্বোধন করে প্রধান অতিথি জেলা প্রশাসক আনজুমান আরা।

ফা’য়ার সার্ভিস ও সিভিল ডিফে’ন্স, নড়াইলের উপ-সহকারি পরিচালক মোঃ মাহবুব আলমের সভাপতিত্বে, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ সুবাস চন্দ্র বোস, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ত’দ’ন্ত) সুকান্ত সাহা, ফা’য়ার সার্ভিস ও সিভিল ডিফে’ন্স নড়াইলের ষ্টেশন ম্যানেজার শেখ আহাদুর জামান, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এবং ফা’য়ার সার্ভিস ও সিভিল ডিফে’ন্সের, নড়াইলের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। এ সপ্তাহে অ’গ্নি নি’র্বা’পক ও ভূ’মিক’ম্প সচে’তনতামূলক মহ’ড়া ও সচেত’নতামূলক সভাসহ বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা করা হবে।