বাকি রইলো তিনটি স্প্যান, পদ্মা সেতুর ৫৭০০ মিটার দৃশ্যমান

1
18
বাকি রইলো তিনটি স্প্যান, পদ্মা সেতুর ৫৭০০ মিটার দৃশ্যমান
পদ্মা সেতু

ডেস্ক রিপোর্ট

মাত্র ৯ দিনের মাথায় মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের ১ ও ২ নম্বর খুঁ’টিতে স্থাপন করা হয়েছে পদ্মাসেতুর ৩৮তম স্প্যা’ন। শনিবার (২১ নভেম্বর) দুপুর ২টা ৩৫ মিনিটে মাওয়া প্রান্তের ১ ও ২ নম্বর খুঁ’টির ওপর স্প্যা’নটি স্থাপন করা হয়। ৪১ স্প্যা’নের মধ্যে বাকি এখন থাকছে মাত্র ৩টি। স্প্যা’নটি স্থাপনের মধ্য দিয়ে সেতুর ৫৭০০ মিটার দৃশ্যমান হলো।

পদ্মাসেতু কর্তপক্ষ জানিয়েছে বিজয় দিবসের আগে অপর তিনটি স্প্যা’ন স্থাপন করা হবে। এর মধ্যে নভেম্বরে আরও ১টি স্প্যা’ন স্থাপন করা হবে।
পদ্মাসেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের বলেন, সেতুর ৪২টি খুঁ’টির ওপর ৪১টি স্প্যা’ন ব’সানো হবে। এর মধ্যে ৩৮টি স্প্যা’ন ব’সে সেতুর দৃশ্যমান এখন ৫৭০০ মিটার। ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল সেতুর বাকি থাকবে আর মাত্র আধা কিলোমিটারের কম।

এছাড়া সেতুর অন্যান্য কার্যক্রমও চলছে দ্রুত গতিতে জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যে ১ হাজার ২১১টি রোডওয়ে স্লা’ব ও ১ হাজার ৮০০ রেলওয়ে স্লা’ব ব’সানো হয়ে গেছে। সংযোগ সেতু ও নদী শা’সনের কাজও দ্রুত এগুচ্ছে। মূল সেতুর অগ্রগতি ৯০ শতাংশ আর সার্বিক অগ্রগতি ৮২ শতাংশ। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১৪ সালের ডিসেম্বরে শুরু হওয়া পদ্মাসেতু ২০২১ সালেই খুলে দেয়া হবে। (সূত্রঃ বাসস)