স্টাফ রিপোর্টার
দ্বিতীয়ধাপে করো’না সং’ক্রম’ণ ঝুঁকি এ’ড়া’তে নড়াইলে মা’স্ক ব্যবহার না করায় ২৯ জনকে মোট ১৪ হাজার ৪শ টাকা জরিমা’না করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় জরিমা’না ছাড়াও ১০ জনকে আ’টক করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) দিনব্যাপি নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল মুবিন ও মোঃ আলাউদ্দিনের নেতৃত্বে শহরের পু’রাতন বাসটা’র্মিনাল এলাকায় আ’দালত পরিচালনা করা হয়। মা’স্ক ব্যাবহার না করা ও স্বা’স্থ্য বি’ধি না মানায় এই শা’স্তি দেয়া হয়। জেলা প্রশা’সন সূত্রে জানাগেছে একইভাবে জেলার অন্য দুই উপজেলাতের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। দ্বিতীয়ধাপে করো’না সংক্র’মণ ঝুঁ’কি এ’ড়াতে ও সকলকে নিয়মিত মা’স্ক ব্য’বহারের জন্য এ ভ্রাম্যমা’ণ আদা’লত নিয়মিত কাজ করবে।