আন্তর্জাতিক শি’শু শান্তি পুরস্কারপ্রাপ্ত সাদাতকে নড়াইল জেলা পুলিশের প’ক্ষ থেকে সংবর্ধনা

531
17
আন্তর্জাতিক শি'শু শান্তি পুরস্কারপ্রাপ্ত সাদাতকে নড়াইল জেলা পুলিশের প'ক্ষ থেকে সংবর্ধনা
আন্তর্জাতিক শি'শু শান্তি পুরস্কারপ্রাপ্ত সাদাতকে নড়াইল জেলা পুলিশের প'ক্ষ থেকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার

সাই’বার অ’পরাধ থেকে শি’শুদের সুর’ক্ষা নিয়ে কাজ করে ‘শি’শুদের নোবেলখ্যাত আন্তর্জাতিক শি’শু শান্তি পুরস্কার-২০২০তে ভূ’ষিত কি’শোর সাদাত রহমান সাকিবকে জেলা পুলিশের প’ক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নড়াইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা প্রদান করা হয়।

এ সময় সাদাতকে পুলিশ বিভা’গের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ফু’লেল শুভেচ্ছা প্রদান করেন। সংবর্ধ’না অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), অ’তিরিক্ত পুলিশ সুপার (প্রশা’সন ও অ’পরাধ) মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মাসুদ রানা, অ’তিরিক্ত পুলিশ সুপার, (সদর সা’র্কেল) শেখ ইমরান, সদর থানার ওসি ইলিয়াছ হোসেন পিপিএম, মা’দকদ্রব্য নি’য়ন্ত্রণ অধিদ’প্তরের ই’ন্সপেক্টর বি’দ্যুৎ বিহারী নাথ, সাদাত রহমান সাকিব, সাদাতের পি’তা মোঃ শাখায়াৎ হোসেন প্রমুখ।

সাদাত তার প্র’তিক্রিয়ায় জানান, আমি একজন কিশো’র হয়েও পুলিশ সুপার জসিম উদ্দিন পিপিএম মহোদয়ের কাছে সাইবার অ’পরাধের দ’মনের ব্যা’পারে বিভিন্ন সময় গিয়েছি, কিন্তু তিনি কখনও বির’ক্তবো’ধ করেননি। বরং তিনি এ কাজে যথেষ্ট পরামর্শ এবং সাহায্য সহযোগিতা করেছেন। তাঁর এই সহযোগিতা না পেলে এতো দূর আসতে পারতাম না।

পুলিশ সুপার মোহম্মদ জসিম উদ্দিন পিপিএম এক প্রতিক্রি’য়ায় বলেন, সাদাতের কাজে আমি সব সময় পাশে থাকার চেষ্টা করেছি। সেও অ’পরা’ধীকে ধরার সময় ঝুঁ’কি নিয়ে পাশে থেকে সহযোগিতা করেছে। সাইবার বু’লিং-এর শি’কার শি’শুদের র’ক্ষার জন্য তৈরি অ্যাপ দ্বারা সারা দেশের কিশো’র-কিশো’রিরা উপকৃত হবে। তিনি সাদাতকে আগামীতেও সব ধরনের সহযোগিতার আশ্বা’স দেন।

গত ১৩নভেম্বর কিশো’র সাদাত রহমান শি’শুদের অ’ধিকার, উন্নয়ন ও নিরাপ’ত্তা র’ক্ষায় অসাধারণ অবদানের জন্য নেদারল্যান্ডসভিত্তিক ‘কি’ডস রা’ইটস ফাউন্ডেশন’ তাঁকে আন্তর্জাতিক শি’শু শান্তি পুরস্কার বিজয়ী ঘোষণা করে। এদিন নেদারল্যান্ডস এর হে’গে এক ভার্চুয়াল অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করেন শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফ জাই।